For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

গৃহস্থের বাড়ি থেকে উধাও ৮ লাখি সোনার গয়না, চাঞ্চল্য মেদিনীপুর শহরে

শুধুগয়না চুরি যাওয়াই নয়, চোর এসে ফাঁকা করে দিয়েছে ফ্রিজে থাকা মিস্টি থেকে চকলেটও। নিয়ে গিয়েছে মোবাইল থেকে টিভিও।
03:24 PM Feb 04, 2024 IST | Koushik Dey Sarkar
গৃহস্থের বাড়ি থেকে উধাও ৮ লাখি সোনার গয়না  চাঞ্চল্য মেদিনীপুর শহরে
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: আত্মীয়ের বিয়ে উপলক্ষ্যে শহরের বাড়িতে তালাচাবি মেরে তাঁরা গিয়েছিলেন গ্রামের বাড়িতে। মাঝে ছিল তিনটি রাত। রবি সকালে শহরের বাড়িতে ফিরে তাঁরা কার্যত ‘থ’। কেননা গোটা বাড়ি তখন লন্ডভন্ড। একটি ঘরের জানালা ভাঙা। গ্রিলের একটা অংশ বেঁকে রয়েছে। বিছানাপত্র এলোমেলো। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। আলমারি ভাঙা। বাড়িতে দামি আসবাবের প্রায় কিছুই অবশিষ্ট নেই। আলিমারি থেকে উধাও ৮ লাখ টাকার সোনার গয়না(Gold Jewelry worth 8 Lakhs), ১৫ ভরির রুপোর গয়না(Silver Jewelry) এবং নগদ ৪০ হাজার টাকা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার সদর শহর মেদিনীপুরের(Midnapur Town) বুকে। তোলাপাড়ার সুকান্তপল্লির বাসিন্দা নীলকমল ভট্টের বাড়তে ঘটেছে এই ঘটনা। শুধু এই গয়না চুরি(Theft) যাওয়াই নয়, চোর এসে ফাঁকা করে দিয়েছে ফ্রিজে থাকা মিস্টি থেকে চকলেটও। নিয়ে গিয়েছে মোবাইল থেকে টিভিও।

Advertisement

জানা গিয়েছে, ভট্ট পরিবার গত বৃহস্পতিবার বিয়েবাড়ির নিমন্ত্রণে সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলেন। শহরের বাড়িতে কেউ ছিলেন না। সে বাড়ি ছিল তালাচাবি মারা। রবি সকালেই তাঁরা ফিরে আসেন। কিন্তু ততক্ষণে বাড়ির সব দাবি জিনিসই হাওয়া। মনে করা হচ্ছে বাড়ি ফাঁকা থাকার সুবাদেই বেশ কয়েকজন মিলেই ২ দিন ধরে চুরির কাজ চালিয়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করলেও চুরি যাওয়া জিনিস উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে তাঁরাও ঘোর সন্দেহে আছেন। ভট্ট পরিবারের দাবি, চোর এসে ফ্রিজে থাকা ২০০ গ্রাম পোস্তও নিয়ে গিয়েছে। সঙ্গে নিয়ে গিয়েছে, রান্নাঘর থেকে ৫ লিটার সরষের তেলও। আর এই সব দেখেই পুলিশের সন্দেহ চোরের সংখ্যায় একাধিক। একই সঙ্গে তাঁদের ধারনা তাঁরা আগে থেকেই খবর পেয়েছিল যে ভট্ট পরিবার বৃহস্পতিবার থেকে বাড়িতে থাকবে না। আর সেই সময়েই কার্যত ৩ রাত্রি ধরে অপারেশন চালিয়েছে চোরেরা।

Advertisement

Advertisement
Tags :
Advertisement