OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গুগলের বিরুদ্ধে মামলা ইউরোপের ১৩টি দেশের ৩২ মিডিয়া গোষ্ঠীর

08:16 PM Feb 29, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বে সার্চ ইঞ্জিন হিসাবে জনপ্রিয় গুগলের বিরুদ্ধে এবার মামলার পথে হাঁটল ইউরোপের ১৩টি দেশের ৩২টি মিডিয়া গোষ্ঠী। সুন্দর পিচাইয়ের নেতৃত্বাধীন সংস্থার বিরুদ্ধে ২৩০ কোটি ডলার আর্থিক ক্ষতিপূরণের মামলা দায়ের করেছে ওই সংবাদমাধ্যমগুলি। তাদের অভিযোগ, গুগলের ডিজিটাল বিজ্ঞাপন প্রযুক্তির কারণে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। যদিও গুগলের এক মুখপাত্রের দাবি, মিডিয়া গোষ্ঠীগুলির অভিযোগের কোনও সারবত্তা নেই। শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই ওই মামলা দায়ের করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘পলিটিকো’ এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, স্পেন ও সুইডেনের ৩২টি মিডিয়া গোষ্ঠী আলফাবেট গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলাকারীদের পক্ষে আইনজীবী প্রতিষ্ঠান জেরাডিন পার্টনার্স অ্যান্ড স্টেকের তরফে বলা হয়েছে, গুগলের ডিজিটাল বিজ্ঞাপন প্রযুক্তির কারণে বিজ্ঞাপনের জগতে প্রতিযোগিতা কমে গিয়েছে। ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ইউরোপের ১৩টি দেশের সংবাদমাধ্যম গোষ্ঠীগুলি। গুগল নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার না করলে বিজ্ঞাপন বাবদ আরও প্রচুর আয়ের সুযোগ তৈরি হতো।  সেই অতিরিক্ত রাজস্ব দিয়ে সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী করার সম্ভাবনা ছিল।  

গুগলের বিরুদ্ধে মামলা ও অভিযোগ নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলিতে একের পর এক মামলা ও আর্থিক জরিমানার মুখে পড়তে হয়েছে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থাটিকে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অভিযোগ তোলে, অনলাইনে নিজেদের প্রভাব খাটিয়ে গুগল প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করেছে। ২০২১ সালের ফ্রান্সের প্রতিযোগিতা কমিশন বিজ্ঞাপন প্রযুক্তির অপব্যবহারের কারণে গুগলকে ২২ কোটি ইউরো জরিমানা করেছিল। ইউরোপীয় ইউনিয়নও একই কারণে গুগলকে জরিমানা করে। যদিও গুগল বরাবর তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি জেনারেটিভ এআই চ্যাট চালু হওয়ার পর থেকে গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা হুমকির মুখে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tags :
GoogleGoogle faces $2.3 bn lawsuit
Next Article