For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সরকারি কর্মীদের জন্য সরকারি আবাসন, ভোট মিটলেই দ্বিতীয় দফার পদোন্নতি

লোকসভা নির্বাচন মিটে গেলেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য পরবর্তী পর্যায়ে পদোন্নতির প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। থাকছে আবাসনের সুবিধাও।
09:43 AM Apr 13, 2024 IST | Koushik Dey Sarkar
সরকারি কর্মীদের জন্য সরকারি আবাসন  ভোট মিটলেই দ্বিতীয় দফার পদোন্নতি
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের সচিবালয়ে বিভিন্ন স্তরে প্রচুর নতুন পদ সৃষ্টির সুফল পেতে শুরু করেছেন সরকারি কর্মীরা(West Bengal State Government Employees)। বিভিন্ন পর্যায়ে কর্মীদের পদোন্নতির(Promotion) সুযোগ বেড়ে গিয়েছে। এবার রাজ্য সরকার আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্যের সরকারি কর্মীদের জন্য। রাজ্য সরকারের কর্মীরা যাতে খুব সহজেই সরকারি আবাসন(Government Quarter) পেতে পারে তার জন্য আবেদনের প্রক্রিয়া আরও সহজ করে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্য আবাসন দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ওই বিজ্ঞপ্তিটি বিভিন্ন দফতরের মাধ্যমে কর্মীদের অবহিত করা হয়েছে। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে থেকে Upper Division Assistant বা UDA, Section Officer বা SO পদে অনেক কর্মীই উন্নীত হয়েছেন। এবার আরও একধাপ এগিয়ে কর্মীদের জন্য সরকারি আবাসনে থাকার সুবন্দোবস্তের পদক্ষেপ করল নবান্ন।    

Advertisement

জানা গিয়েছে, সরকারি আবাসনের জন্য ইতিমধ্যেই যেসব কর্মী আবেদন করেছেন তাঁদের একটি তথ্য ভাণ্ডার তৈরি করছে রাজ্যের আবাসন দফতর। সেখানে আবেদনকারীদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। নির্দিষ্ট প্রোফর্মায় কর্মীদের আবেদন করতে হবে। অনলাইনে আবাসন দফতরের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পেশের ওপর জোর দেওয়া হয়েছে। তবে কোনও কর্মী চাইলে অফলাইনেও আবেদন করতে পারবেন। আবাসন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। সরকারি কর্মীদের সঙ্গে যাতে আবাসন দফতর সহজে যোগাযোগ করতে পারে তার জন্য এই তথ্য ভাণ্ডার তৈরি করা হচ্ছে। এজন্য কর্মীদের ই-মেল আইডি, মোবাইল নম্বর প্রভৃতি চাওয়া হয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, লোকসভা নির্বাচন মিটে গেলেই রাজ্যের সরকারি কর্মীদের জন্য পরবর্তী পর্যায়ে পদোন্নতির প্রক্রিয়া শুরু করার কথাও ভেবে রেখেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রের দাবি, Head Assistant বা HA, UDA, Lower Division Assistant বা LDA প্রভৃতি পদের কর্মীদের Gradation list তৈরি করে রেখেছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর।

Advertisement

রাজ্য সচিবালয়ের একজন কর্মী LDA পদে যোগ দিয়ে এতদিন যুগ্মসচিব পর্যন্ত পদে উন্নীত হতে পারতেন। এখন রাজ্য সরকার অতিরিক্ত সচিব পর্যন্ত পদে তাঁদের পদোন্নতির সুযোগ দিয়েছে। সাধারণ কর্মীদের জন্য অতিরিক্ত সচিবের ১০টি পদ সৃষ্টি করা হয়েছে। তাছাড়া যুগ্মসচিব, উপসচিব, সহসচিব, OSD বা Registrar, SO প্রভৃতি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। যুগ্মসচিবের ১০টি, উপসচিবের ৩৬টি, সহসচিবের ৩৮টি, OSD’র ৯২টি এবং SO’র ১৩০টি অতিরিক্ত পদ সৃষ্টি করেছে নবান্ন। তার ফলে LDA পর্যায় থেকে কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসে একদফায় ৭৪৩ জন LDA থেকে UDA পদে উন্নীত হয়েছেন। একসঙ্গে ৩১ জন HA ওইসময় SO হিসেবে পদোন্নতি পান। কিন্তু রাজ্য সরকারের ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে কর্মীদের পদোন্নতির সুযোগ এখনও খুবই কম।

Advertisement
Tags :
Advertisement