OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ শেখ হাসিনার

06:41 PM Jan 11, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশি সময় সন্ধে সাতটা বেজে ৩ মিনিটে বঙ্গভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এদিন শেখ হাসিনার পাশাপাশি পূর্ণমন্ত্রী হিসাবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসাবে ১১ জন শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন নয়া মন্ত্রিসভার চার সদস্য সংখ্যালঘু সম্প্রদায়ের। তার মধ্যে তিন জন হিন্দু ও একজন বৌদ্ধ। ওই চার জন হলেন বিশিষ্ট প্লাস্টিক সার্জন সামন্তলাল সেন, সাধন চন্দ্র মজুমদার, নারায়ণ চন্দ্র চন্দ এবং কুজেন্দ্র লাল ত্রিপুরা। মন্ত্রিসভায় মহিলার সংখ্যাও চার। প্রধানমন্ত্রী ছাড়াও মহিলা মুখ হিসাবে রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমি, দীপু মণি ও রুমানা আলি। ১৪ জন এই প্রথম মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।

১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তার পর ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ নির্বাচনেও জয়ী হন। ইতিমধ্যেই ২০ বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব সামলে এক নজির গড়েছেন বঙ্গবন্ধু কন্যা। স্বাধীন বাংলাদেশে তিনিই হলেন দীর্ঘ সময় ধরে থাকা প্রধানমন্ত্রী। চলতি সংসদের পূর্ণ মেয়াদ পূর্ণ হলে তিনি স্বাধীন দেশে ২৫ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার নজির গড়বেন।

মন্ত্রী হিসেবে যারা শপথ নিলেন

আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, উবায়দুল মোকতাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, স্থপতি ইয়াফেস ওসমান ও সামন্ত লাল সেন।

 

প্রতিমন্ত্রী: সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম (টিটু)।

 

Tags :
Sheikh HasinaSheikh Hasina sworn
Next Article