OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

যোগী রাজ্যে ভোটের কাজে গিয়ে গরমের বলি মৃত পাঁচ হোমগার্ড

07:16 PM May 31, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মির্জাপুর: বিহারের পরে এবার উত্তরপ্রদেশের মির্জাপুরে তীব্র তাপপ্রবাহের বলি হয়েছেন ভোটের কাজে নিয়োজিত পাঁচ হোমগার্ড। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আগামিকাল শনিবার (১ জুন) শেষ দফায় উত্তরপ্রদেশের ১৩ লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যে অন্যতম হল-মির্জাপুর। গত কয়েকদিন ধরেই উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে। কোথাও-কোথাও তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছাড়িয়েছে। তীব্র গরমে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। শুক্রবার মির্জাপুরের তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি। ভোটের দিন তা বেড়ে হতে পারে ৪৯ ডিগ্রি। ভোটের আগের দিন মির্জাপুরের পলিটেকনিক কলেজ ময়দানে জড়ো হয়েছিলেন ভোট কর্মীরা। সকাল থেকেই ইভিএম, ভিভিপ্যাট-সহ ভোটের সরঞ্জাম নেওয়ার জন্য ভিড় জমিয়েছিলেন হোমগার্ড, সশস্ত্র পুলিশ-সহ ভোট কর্মীরা। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন একাধিক ভোট কর্মী এবং হোমগার্ড। ভোট সরঞ্জাম বিতরণ কেন্দ্রেই তাঁদের প্রাথমিক চিকি‍ৎসা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকি‍ৎসকরা পাঁচ হোমগার্ড কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর অসুস্থ ১৬ জনের চিকি‍ৎসা চলছে। গত কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহের কারণে মির্জাপুরে অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, প্রচণ্ড গরমের কারণে বিহারে ভোটের কাজে নিয়োজিত ১০ কর্মী প্রাণ হারিয়েছেন। তার মধ্যে শুধু ভোজপুরে প্রাণ হারিয়েছেন পাঁচ ভোটকর্মী। রোহতাসে তিন ভোট কর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। কায়মুর এবং অওরঙ্গাবাদে এক জন করে ভোটকর্মীর মৃত্যু হয়েছে। মৃত ভোটকর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রশাসন।

 

Tags :
Heat Wavemirzapur Heat Wave
Next Article