OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ডাব নিয়ে কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছেন হিরো আলম

এবার তাঁর এলাকায় প্রচার চালিয়ে তিনি বুঝেছেন যে, তাঁর জয় এবার কেউ ঠেকাতে পারবে না। গতবার একটুর জন্যে হাত ফসকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর তেমনটা হবে না।
02:33 PM Jan 07, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ: অপেক্ষা শেষ! এতদিনের উন্মাদনা শেষে আজ সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। আজ সকাল থেকেই জোরকদমে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন বাংলাদেশের একাধিক তারকা। ফেরদৌস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই সকাল সকাল ভোটদান পর্ব সেরেছেন। তবে এবারের নির্বাচনের ঈগল চোখ বিতর্কিত ইউটিউবার হিরো আলমের দিকেই।

বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বাংলাদেশ গণমাধ্যম অনুযায়ী জানা গিয়েছে, একই আসনে লড়ছেন আওয়ামী লীগ প্রার্থী এ কে রেজাউল-সহ আরও তিনজন স্বতন্ত্র প্রার্থী। এবার নির্বাচনে অংশগ্রহণ নিতে গিয়েও অনেক নাটকীয়তার মুখে পড়েছিলেন হিরো আলম। প্রথমে দল পাল্টান, এরপর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তাঁর, এমনকী শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে গেলেও তিনি নিজেই ভোটে দাঁড়ানোর থেকে মুখ ফিরিয়ে ছিলেন। শেষমেশ নিজেই মত পাল্টিয়ে ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত বাতিল করেন হিরো আলম নিজেই। যাই হোক, এই মুহূর্তে নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী হিরো আলম। এ প্রসঙ্গে বিতর্কিত ইউটিউবার নিজেই জানান যে, এবার তাঁর এলাকায় প্রচার চালিয়ে তিনি বুঝেছেন যে, তাঁর জয় এবার কেউ ঠেকাতে পারবে না। গতবার একটুর জন্যে হাত ফসকে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার আর তেমনটা হবে না। পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি দেখছেন হিরো আলম।

এর আগে বগুড়া-৪ উপনির্বাচনে অংশ নিয়ে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান হিরো আলম। সেই ক্ষত এখনও বুকে খোদাই করে ঘুরছেন তিনি। জানা গিয়েছে, এই নির্বাচনের সময়ে সারা বাংলাদেশ জুড়ে ৫,১৬০০০ আনসার-সহ এক লাখ ৮২ হাজার ৯১ জন পুলিশ থাকবে। নির্বাচনের মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। প্রায় ২৯৯ টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। নির্বাচনে ২৮ টি দল অংশগ্রহণ করেছে। দলীয় প্রার্থী ১,৫৩৪ জন আর স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি আওয়ামী লীগের। প্রায় ২৬৬ জন প্রার্থী।

Tags :
Hero alom
Next Article