For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

08:22 PM Jan 13, 2024 IST | Subrata Roy
সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
Advertisement

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: বনদপ্তর এর অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার করলেন পঞ্চায়েত প্রধান ।এলাকার মানুষ এবং বিজেপি কর্মীরা বাধা দেয়।ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) সাহেবখালি পঞ্চায়েতের রায়পাড়া এলাকার ঘটনা।এলাকার মানুষ বাধা দিলে যারা গাছ কাটছিল তারা পঞ্চায়েতের প্যাডে লেখা একটি অনুমতিপত্র দেখায় ।

Advertisement

অনুমতি পত্রে PWD রাস্তার উল্লেখ আছে কিন্তু প্রধান জানান ওটা পি ডব্লিউ ডি রাস্তা নয় ।এছাড়াও যে এলাকার গাছ কাটা হয় সেই এলাকার সিপিএমের পঞ্চায়েত মেম্বার কিছুই জানেন না ।সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের প্রধান-আশুতোষ কামিলা জানান,মিটিং করে তার রেজুলেশন করা হয়েছে । পঞ্চায়েতে যতজন মেম্বার তার অধিকাংশ মেম্বারই মিটিংয়ে উপস্থিত ছিল ।

Advertisement

কিন্তু ওই মিটিংয়ে রায়পাড়া(Roy para) এলাকার সিপিএম এর মেম্বার উপস্থিত ছিল না , তাই তিনি জানেন না । রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের রেজুলেশন মেনে গাছ গুলো কাটা হয়েছে। কিন্তু বনদপ্তরের কাছ থেকে কোন রকম অনুমতি নেওয়া হয়নি সেটা তিনি স্বীকার করে নেন। তিনি পুর বিষয়টি পঞ্চায়েতের উপর ছেড়ে দেন।বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বারাসাতে মহিলা কর্মী সভা।

উত্তর ২৪ পরগনা জেলায়  বারাসত পৌরসভার(Barasat Municipality) বিদ্যাসাগর হলে শনিবার দুপুর তিনটের সময় বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হল সঙ্গবদ্ধ শপথ গ্রহণ ও মহিলা কর্মীসভা। শনিবারএই মহিলা কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বারাসতের সংসদ ডঃ কাকলি ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলার মহিলা তৃণমূল মহিলা কংগ্রেসের একাধিক নেত্রীরা।

Advertisement
Tags :
Advertisement