For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

১৯ দিনে ৬ কোটি টাকা ঘরে তুলল 'দশম অবতার', কী হাল দেব-মিমিদের?

এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল দেব অভিনীত বাঘা যতীন, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ এবং কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি ২।
10:59 AM Nov 07, 2023 IST | Sushmitaa
১৯ দিনে ৬ কোটি টাকা ঘরে তুলল  দশম অবতার   কী হাল দেব মিমিদের
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে বলিউডের পাশাপাশি বাংলার ছবিগুলির রোজগারও কিন্তু মন্দ নয়। এ বছর বাঙালির পুজো একটু অন্যভাবেই কেটেছে বলা চলে। কারণ পুজোতে রিলিজ করেছিল এক ঝাঁক বাংলা ছবি, আর সবটাই নামি-দামি তারকাদের সমন্বয়ে। একদিকে যেমন ছিল দেবের বাঘাযতীন, অন্যদিকে সৃজিত-বুম্বা দার দশম অবতার, মিমি-আবিরের রক্তবীজ এবং কোয়েল মল্লিকের 'জঙ্গলে মিতিন মাসি'। তবে সবাইকে পেছনে ফেলে দৌড়ে ফার্স্ট হয়েছেন সৃজিত-প্রসেনজিত-অনির্বাণরা।

Advertisement

Advertisement

পুজো শেষ কিন্তু এখনও সিনেমা হলে রাজত্ব করছে এই ছবি। সৃজিত ম্যাজিকে ক্লিনবোল্ড দেব-কোয়েল রা। পুজোর পরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দশম অবতারের আয়। ১৯ দিনে কত আয় হল তাঁদের, প্রকাশ্যে আনল এসভিএফ। পুজোর ঠিক মুখেই মুক্তি পেয়েছিল দশম অবতার। দেখতে দেখতে ১৯ দিন কেটে গেল। এর মধ্যে ছবির আয় ৬ কোটি টাকা। SVF প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি টুইটে জানানো হয়েছে, পুজোয় মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে সব থেকে বেশি আয় করেছে দশম অবতার। 

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ১৯ অক্টোবর মুক্তিপ্রাপ্ত দশম অবতার ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্ত এবং জয়া আহসান। বাইশে শ্রাবণ এবং ভিঞ্চি দা ছবির প্রিক্যুয়েল হল এই ছবি। এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল দেব অভিনীত বাঘা যতীন, আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী অভিনীত রক্তবীজ এবং কোয়েল মল্লিক অভিনীত মিতিন মাসি ২।

কিন্তু টলি বাংলা বক্স অফিসের বলছে, বাংলার বাইরে বাঘা যতীন মাত্র ১৮ লাখ আয় করেছে। সুতরাং তার মোট আয়, ১.৪১ কোটি টাকা। অন্যদিকে রক্তবীজ দ্বিতীয় সপ্তাহে ১.৭১ কোটি টাকা আয় করেছে। তবে এদের তুলনায় মিতিন মাসির আয় সব থেকে কম ৭০ লাখ টাকা। অন্যদিকে দশম অবতার দ্বিতীয় সপ্তাহে সব থেকে বেশি আয় করে মোট ২.৭৩ কোটি টাকা ঘরে তুলেছে।

Advertisement
Tags :
Advertisement