OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

স্কুল শিক্ষকদের টিউশনের বিরূদ্ধে একজোট গৃহশিক্ষকরা

07:22 PM Nov 03, 2023 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি বাড়তি টাকা রোজগারের নেশায় অনেক স্কুল শিক্ষক বেআইনিভাবে গৃহ শিক্ষকতা(Private Tution) করেন। অনেক শিক্ষিত বেকার যুবকরা যোগ্যতা থাকলেও সঠিক মূল্যায়নের অভাবে চাকরি না পেয়ে গৃহ শিক্ষকতা করেন। আবার কেউ কেউ পেশাটিকে ভালোবেসে বেছে নিয়েছেন। এই টিউশনি যখন বেকার শিক্ষিত যুবকদের কিছুটা আশার পথ দেখাল ঠিক সেই সময় স্কুল শিক্ষকদের টিউশনিতে কিছুটা সমস্যায় পড়েছেন গৃহশিক্ষকরা। তাঁরা অভিযোগ করেছেন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও শুধু বসিরহাটে নয়, গোটা রাজ্যে সরকারি শিক্ষকদের অনেকেই চুটিয়ে টিউশন করছেন।

এতে তাঁদের মতো গৃহশিক্ষকদের রোজগারে টান পড়ছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতা তপনবন হাই স্কুলের গৃহ শিক্ষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়।বসিরহাটে মহকুমায় ২,৫০০ গৃহ শিক্ষক,সারা বাংলায় ১৫ হাজার ও সারা ভারতবর্ষে ২৫ হাজার গৃহ শিক্ষক রয়েছেন। সর্বভারতীয় গৃহ শিক্ষক সংগঠনের সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, স্কুল শিক্ষকরা মাস গেলে মোটা অঙ্কের বেতন পান। আবার স্কুলের সময়টুকু বাঁচিয়ে বাড়িতে কিংবা কোচিং সেন্টারে প্রাইভেট টিউশনিও করেন, বেশ কিছু সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। স্কুলের যুক্ত থাকার কারণেই হোক কিংবা পড়ানোর গুণে, সরকারি স্কুলের শিক্ষকদের কাছে ছেলে-মেয়ের প্রাইভেট পড়ানোর ঝোঁক থাকে অভিভাবকদেরও। কিন্তু, ঘটনা হল, সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার-পোষিত স্কুলের কোনও শিক্ষক আইনত প্রাইভেট টিউশন করতে পারেন না। কিন্তু অনেকেই এই নিষেধাজ্ঞার তোয়াক্কা করেন না বলে অভিযোগ।

এরই প্রতিবাদে গৃহ শিক্ষক সংগঠন টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(Tutor Welfare Association) অফ ইন্ডিয়ারা উদ্যোগে বসিরহাটের খোলাপোতায় আয়োজিত সম্মেলন থেকে সংগঠনের সর্বভারতীয় সভাপতি সুজয় বর্মন জানান, "স্কুল শিক্ষকরা বেআইনিভাবে টিউশনি করছেন ও ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে পড়তে যেতে বাধ্য করছেন। গৃহশিক্ষকরা একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব।" সব মিলিয়ে স্কুল শিক্ষকরা মাস গেলে মোটা বেতনের পর বাড়িতি টাকার আশায় টিউশনিতে আদতে শিক্ষিত সমাজের একাংশ যে সমস্যায় পড়েছেন তা বলা বাহুল্য।

Tags :
Home Teachers Welfare AssociationPrivate Tution
Next Article