OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কীভাবে যাবেন লাক্ষাদ্বীপে, খরচই বা কত?

04:07 PM Jan 08, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে লাক্ষাদ্বীপ বনাম মলদ্বীপ বিতর্ক। ওই বিতর্কের সূত্রপাত ঘটেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট ঘিরে। দেশের অন্যতম পর্যটন স্থান ঘুরে এসে লাক্ষাদ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। লাক্ষাদ্বীপের  নৈসর্গিকতার কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেছিলেন। আর তাতেই গায়ে ফোস্কা পড়েছিল ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত মলদ্বীপের বর্তমান শাসকদের। বেশ কয়েকজন মন্ত্রী লাক্ষাদ্বীপে ভ্রমণ নিয়ে মোদিকে নিশানা করে পোস্ট করেছিলেন। যদিও ওই পোস্টের কারণে চাকরি হারাতে হয়েছে। তবে বিতর্ক থামেনি। উল্টে অনেক পর্যটকই লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ায় আগ্রহী হয়ে পড়েছেন। কিন্তু কীভাবে যাবেন দেশের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্রে? থাকবেনই বা কোথায়? গ্যাঁট থেকে কতই বা খরচ হবে? রইল সব সুলুকসন্ধান।

কীভাবে পৌঁছবেন লাক্ষাদ্বীপে?

দ্রুত এবং সহজভাবে দ্বীপরানি লাক্ষাদ্বীপে পৌঁছনো যায়। কেরলের কোচি থেকে লাক্ষাদ্বীপে সরাসরি বিমান পরিষেবা রয়েছে। কোচি থেকে বিমানে আগাত্তি এবং বাঙ্গারাম দ্বীপপুঞ্জে পৌঁছাতে ৯০ মিনিট লাগে। বিমান ছাড়া জাহাজে চেপে উত্তাল সমুদ্র পেরিয়েও যাওয়া যায় লাক্ষাদ্বীপে। কোচি থেকে ছয়টি জাহাজ যাতায়াত করে লাক্ষাদ্বীপের মধ্যে।  এমভি কাভারাত্তি, এমভি আরব সাগর, এমভি লাক্ষাদ্বীপ সাগর, এমভি আমিন্দিভি এবং এমভি মিনিকয়।  কোন দ্বীপে যাবেন, সেটার নির্ভর করে  কতক্ষণ সময় লাগবে। সাধারণত ১৪ থেকে ১৮ ঘণ্টা লাগে। একমাত্র  এমভি আমিন্দিভি এবং এমভি মিনিকয়ে শীততাপনিয়ন্ত্রিত কেবিন রয়েছে।

কোথায় থাকবেন?

লাক্ষাদ্বীপের বিভিন্ন দ্বীপে থাকার জন্য এসি কটেজ বা রিসর্ট রয়েছে। নন এসি রুম মিলবে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে। আর এসি রুমের ভাড়া প্রতি রাতের জন্য ১০ হাজার টাকা। কটেজে থাকতে হলে অবশ্য বাড়তি খরচ গুনতে হবে। ১২ থেকে ১৮ হাজার টাকা খরচ হবে।

কী দেখবেন?

লাক্ষাদ্বীপ ঘুরতে গেলে অবশ্যই জনবসতিহীন বাঙ্গারামে যেতে হবে। এটি ফসফোরেসেন্ট প্লাঙ্কটনের জন্য পরিচিত। আগাত্তি হচ্ছে বিশ্বের অন্যতম নৈসর্গিক লেগুনগুলির মধ্যে অন্যতম। ভার্চুয়াল আন্ডারওয়াটার মিউজিয়াম দেখতে ভুলবেন না। তাছাড়া অধিকাংশ পর্যটন কেন্দ্রে রয়েছে কায়াক, ক্যানো, প্যাডেল বোট, সেল বোট, উইন্ড সার্ফার, স্নোর্কেল সেট গ্লাস-তলযুক্ত নৌকা। তাতে সওয়ারি হতে পারেন।  গভীর সমুদ্রে মাছ ধরার অভিজ্ঞতার সাক্ষী থাকতে হলে বড় গেম ফিশিংও করতে পারেন। এছাড়া রয়েছে কাদমাত।  ভারতের সবচেয়ে সুন্দর ডাইভিং লোকেশনগুলির মধ্যে অন্যতম।

লাক্ষাদ্বীপ ঘুরতে যাওয়ার আদর্শ সময়

যে কোনও পর্যটন কেন্দ্রেই সারা বছর যাওয়া যায়। তবে লাক্ষাদ্বীপে যা্ওয়ার আদর্শ সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে মে মাস। যখন তাপমাত্রা ২২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে।

লাক্ষাদ্বীপে ঘুরতে গেলে অবশ্যই অনুমতি নিতে হবে

লাক্ষাদ্বীপে ঘুরতে গেলে অবশ্যই স্থানীয় প্রশাসনের অনুমতি নিতে হবে। অনুমতির জন্য আগাম আবেদন জানাতে হবে https://epermit.utl.gov.in

 

Tags :
How to Reach Lakshadweeps
Next Article