OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

Online Investment’র ফাঁদে পা, Cyber Crime’র শিকার ধূপগুড়ির কয়েকশো জনতা

নামী বহুজাতিক সংস্থার নামে একটি Third Party Mobile Android Apps তৈরি করে প্রতরাণার জাল বিছিয়ে কয়েকশো মানুষের সঙ্গে প্রতারণা।
11:25 AM May 30, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বার বার সতর্ক করার পরেও হুঁশ ফিরছে না এক শ্রেনীর মানুষের। কোনও রকম সতর্কতা ছাড়াই শুধুমাত্র হুজুগে মেতে তাঁরা হারিয়ে বসে থাকছে হাজার হাজার টাকা। কারও কারও তো লক্ষ লক্ষ টাকা। কথায় বলে অতি লোভে তাঁতি ডোবে। সেটাই এখন প্রযোজ্য হতে দেখা যাচ্ছে রাজ্যের একশ্রেনীর মানুষের মধ্যে। বেশি লাভের আশায় Online Investment’র ফাঁদে পড়ে প্রতারিত হলেন উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) ধূপগুড়ির(Dhupguri) কয়েকশো বাসিন্দা। এদের মধ্যে যেমন গ্রাম্য কৃষকেরা আছেন, তেমনি আছেন স্কুলের শিক্ষককেরাও। আছেন সরকারি কর্মী থেকে ব্যবসায়ী মায় গৃহবধূও। একটি নামী বহুজাতিক সংস্থার নামে একটি Third Party Mobile Android Apps তৈরি করে প্রতরাণার জাল বিছিয়েছিল প্রতারকেরা। আর সেই ফাঁদেই পা দিয়ে হাজার হাজার টাকা খুইয়ে বসে আছেন ধূপগুড়ি শহর ও গ্রামের কয়েকশো বাসিন্দা। যদিও এই ঘটনার জেরে জলপাইগুড়ি জেলার Cyber Crime থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে আমেরিকার একটি নামী সংস্থার নাম দিয়ে ধূপগুড়িতে প্রতারণার জাল বিছানো হয় অ্যাপের মাধ্যমে। সেখানে ৫ হাজার টাকা রাখলেই দৈনিক ৫.৩ শতাংশ সুদ সহ রয়েছে টাকা ফেরত পাওয়ার সুযোগ। শুধু তাই নয়, কয়েকজনকে যুক্ত করা হলে মেলে ৫ শতাংশ Cash Back-ও। এই প্রতারণার ফাঁদে পা দিয়ে ধূপগুড়ির কয়েকশো যুবক টাকা লগ্নি করেন এবং ৫ শতাংশ Cash Back’র আশায় একে অপরকে যুক্ত করতে থাকেন। কিন্তু চলতি সপ্তাহের মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেই অ্যাপ। তারপরই হুঁশ ফেরে লগ্নিকারীদের। অ্যাপ থেকে নিয়মিত যাঁরা লোকজনকে গাইড করত তাদের নম্বরে ফোন করা হলে সেই সব ফোন স্যুইচ অফ পাওয়া যায়। সব থেকে বড় কথা এই হুজুগে মেতে বা লোভে পড়ে সেই অ্যাপে কেউ ৫ হাজার তো কেই ৫০ হাজার টাকা রেখেছিলেন। এখন তাঁদের কেউ হাত কামড়াচ্ছেন তো কেউ দেওয়ালে মাথা ঠুকছেন। পুলিশের দাবি, ধূপগুড়ি থেকেই কয়েক কোটি টাকা লুট করে চম্পট দিয়েছে প্রতারক সংস্থাটি। 

Tags :
Cyber crimedhupguriJalpaiguri Districtnorth bengalOnline InvestmentThird Party Mobile Android Apps
Next Article