For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার

09:21 PM Jun 11, 2024 IST | Sundeep
আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেন পুত্র হান্টার
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের পরে এবার অস্বস্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ডেলাওয়ার উইলমিংটন আদালত তথ্য গোপন করে আগ্নেয়াস্ত্র কেনার মামলায় বাইডেন পুত্র হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেছে। তবে দোষী সাব্যস্ত করা হলেও সাজা ঘোষণা করা হয়নি। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়াকে হাতিয়ার করে প্রচার চালিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে বাজিমাত করার কৌশল নিয়েছিলেন ডেমোক্র্যাটরা। এদিন বাইডেন পুত্র দোষী সাব্যস্ত হওয়ার পরে খানিকটা ব্যাকফুটে চলে গেলেন তাঁরা।

Advertisement

গত ৩ জুন বাইডেন পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে তথ্য গোপন করে আগ্নেয়াস্ত্র কেনার মামলার বিচার শুরু হয়েছিল। ডেলাওয়ার আদালতের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১৮ সালে একটি হ্যান্ডগান কিনেছিলেন হান্টার বাইডেন। সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকাসক্তি নিয়ে তথ্য গোপন করেছিলেন বাইডেন পুত্র।

Advertisement

মার্কিন আইন অনুযায়ী, অস্ত্র কেনার সময় সংশ্লিষ্ট আবেদনকারীকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কি না? কিন্তু ২০১৮ সালে আগ্নেয়াস্ত্র কেনার সময়ে আবেদনপত্রে নিজের মাদকাসক্তির কথা বেমালুম চেপে গিয়েছিলেন হান্টার। আর এ ক্ষেত্রে সরকারি কৌঁসুলিদের বড় হাতিয়ার বাইডেন-পুত্রের আত্মজীবনী ‘বিউটিফুল থিংস’। যে আত্মজীবনীতে হান্টার লিখেছিলেন, দাদার মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।

Advertisement
Tags :
Advertisement