OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নিজেকে কৃষ্ণের 'গোপি' মনে করেন মথুরার লোকসভা প্রার্থী হেমা মালিনী

তবে এবার তিনি অন্য একটি কারণে আলোচনায় এলেন। বুধবার একটি প্রচারসভায় গিয়ে অভিনেত্রী-রাজনীতিবিদ বলেছেন যে, তিনি নিজেকে ভগবান কৃষ্ণের 'গোপী' বলে মনে করেন।
01:14 PM Apr 18, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: বলিউডের 'ড্রিম গার্ল' হেমা মালিনী। ৭৫ বছর বয়স তাঁর, কিন্তু আজও পুরুষদের স্বপ্নসুন্দরী তিনি। তাঁর আরেকটি পরিচয় বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী। যাই হোক, বহু দিন ধরেই অভিনয় থেকে মুখ ফিরিয়েছেন হেমা, বর্তমানে তিনি রাজনীতিতে ব্যস্ত। চব্বিশের লোকসভা নির্বাচনে তৃতীয়বারের মতো বিজেপি প্রার্থী হিসাবে মথুরা থেকে লড়ছেন অভিনেত্রী। প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার সেরেছেন তিনি। পাশাপাশি কংগ্রেস নেতাদের কাছ থেকে সমালোচনার শিকারও হয়েছেন প্রবীণ অভিনেত্রী। তবে এবার তিনি অন্য একটি কারণে আলোচনায় এলেন। বুধবার একটি প্রচারসভায় গিয়ে অভিনেত্রী-রাজনীতিবিদ বলেছেন যে, তিনি নিজেকে ভগবান কৃষ্ণের 'গোপী' বলে মনে করেন।

আরও বলেন, 'আমি নাম বা খ্যাতির জন্য রাজনীতিতে যোগদান দিই নি। আমি "কৃষ্ণের গোপী"। যেহেতু ভগবান কৃষ্ণ "ব্রিজবাসীদের" ভালোবাসেন, তাই আমি জানি যে, মানুষকে আন্তরিকভাবে সেবা করলেই কৃষ্ণের আশীর্বাদ পাব সেই অনুযায়ী আমি ব্রিজবাসীদের সেবা করছি।' পাশাপাশি তিনি মথুরা কেন্দ্র থেকে ব্রিজবাসীদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি বলেন, ভোটে জেতার পর শোচনীয় অবস্থায় পড়ে থাকা 'ব্রজ 84 কোস পরিক্রমা'- এর উন্নয়ন তাঁর প্রথম অগ্রাধিকার হবে। পর্যটকদের জন্য প্রশান্তিদায়ক, লোভনীয় এবং আকর্ষণীয় করার চেষ্টা করবেন। এমনকি ইতিমধ্যেই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করি ব্রজ 84 কোস পরিক্রমার সংস্কারের জন্য ৫,০০০ কোটি টাকা মঞ্জুর করেছেন। আর নির্বাচনে জেতার পর তাঁর দ্বিতীয় অগ্রাধিকার হবে যমুনা নদী পরিষ্কারের উদ্দেশ্যে কাজ করা।

সম্প্রতি হেমা মালিনীকে নিয়ে কুমন্তব্যের জেরে কংগ্রেস সাংসদকে তলব করেছে হরিয়ানার মহিলা সংস্থা। কারণ মথুরার গঙ্গা ও যমুনা নদীর দূষণ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন সাংসদ। তাঁর কথায়, দেশের অন্যত্র গঙ্গা পরিষ্কার হলেও মথুরার গঙ্গার কোনও পরিবর্তন হয়নি। তবে এক্ষেত্রে হেমা বলেছেন, যমুনোত্রীর জল দিল্লি এবং হরিয়ানা উভয় রাজ্যের ড্রেন জল যমুনায় ফেলে দেওয়া হচ্ছে, তাই গঙ্গা অপরিষ্কার। তবে পরিষ্কার যমুনার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। এছাড়াও লোকসভা নির্বাচনে জেতার পর হেমা মালিনীর অন্যান্য অগ্রাধিকার হবে মথুরা জংশনের মধ্যে ব্রডগেজ রেললাইন উন্নত করা, পবিত্র শহর বৃন্দাবনকে আলীগড়ের সঙ্গে সংযুক্ত করা, মথুরা এবং কাসগঞ্জের মধ্যে একটি ডাবল লাইন রেল ট্র্যাক নির্মাণ করা, গঙ্গা নদীর জলের সঙ্গে কঠিন পানীয় জল প্রতিস্থাপন করা এবং একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় খোলা।

Tags :
Hema Malini
Next Article