For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘আমি আদিবাসীদের সঙ্গেও নাচের তালে পা মেলাই’, গিরিরাজকে তাচ্ছিল্য মমতার

গেরুয়া শিবিরের আক্রমণের বদলে কার্যত তাচ্ছিল্যই ফিরিয়ে দিয়েছেন মমতা। তবে আক্রমণ শানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা।
05:36 PM Dec 06, 2023 IST | Koushik Dey Sarkar
‘আমি আদিবাসীদের সঙ্গেও নাচের তালে পা মেলাই’  গিরিরাজকে তাচ্ছিল্য মমতার
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: মঙ্গল সন্ধ্যায় কলকাতার(Kolkata) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor Stadium) বসেছিল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের(29th Kolkata International Film Festival 2023) উদ্বোধনী অনুষ্ঠান(Opening Ceremony)। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে হাজির ছিলেন সলমন খান, সোনাক্ষী সিনহা, অনিল কাপুররা। তাঁরা সকলেই গানের তালে তালে নেচেছিলেন। সেই নাচ নিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ শানেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং(Giriraj Singh)। আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও(Suvendu Adhikari)। সেই আক্রমণের সরাসরি কোনও জবাব এদিন না দিলেও উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গেরুয়া শিবিরের আক্রমণের বদলে কার্যত তাচ্ছিল্যই ফিরিয়ে দিয়েছেন মমতা।

Advertisement

কী বলেছিলেন গিরিরাজ ও শুভেন্দু? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী বলেছিলেন, ‘গোটা বাংলা দুর্নীতিতে জড়িত। গরিব মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ মুখ্যমন্ত্রী সলমনের সঙ্গে নাচছেন।’ শুভেন্দু ট্যুট করে বলেছিলেন, ‘রোম যখন জ্বলছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিল’। এরই জবাবে এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি আদিবাসীদের সঙ্গেও নাচের তালে পা মেলাই। ওদের উৎসাহিত করতেই পা মেলাই।’ মমতা এর বেশি কিছু বলেননি।

Advertisement

তবে রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা গেরুয়া শিবিরকে ছেড়ে কথা বলেননি। চন্দ্রিমা জানান, ‘এই ধরনের অপমানজনক কথার জবাব দিতে আমাদের রুচিতে বাধে। যে কথা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন আমরা তার তীব্র প্রতিবাদ করছি।’ আবার শশী জানান, ‘এটা বিজেপির নারী বিদ্বেষের আর একটি নমুনা। এটা ২০২১ এ দেখেছিলাম। ওনাদের নেতা এরাজ্যে ভোটের প্রচারে এসে যেভাবে ‘দিদি ও দিদি’ বলে মাননীয় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন, বাংলার মানুষ তার যোগ্য জবাব দিয়েছিলেন।’

Advertisement
Tags :
Advertisement