For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘INDIA-র সঙ্গীদের সমর্থন, রাহুলকেও অভিনন্দন’, মোদিকে তোপ মমতার

রাহুল গান্ধি সহ INDIA'র সঙ্গীদের অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নিশানা বানালেন নরেন্দ্র মোদি ও নির্বাচন কমিশনকেও।
07:38 PM Jun 04, 2024 IST | Koushik Dey Sarkar
‘india র সঙ্গীদের সমর্থন  রাহুলকেও অভিনন্দন’  মোদিকে তোপ মমতার
Courtesy - Facebook and Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ভোট সাঙ্গ। শেষের পথে গণনাও। ফলাফল প্রায় সবই চূড়ান্ত হয়ে গিয়েছে। দেশের বুকে ঘটে যাওয়া অষ্টাদশ লোকসভা নির্বাচনে(Loksabha Election 2024) বেশ বড় ধাক্কা খেয়ে গিয়েছে বিজেপি(BJP)। ধাক্কা খেয়েছেন খোদ নরেন্দ্র মোদিও(Narendra Modi)। ‘আপকে বার ৪০০ পার’ শ্লোগান তোলা বিজেপি কার্যত ব্যর্থ একক ভাবে ২৭২টি আসন পেতে। একই সঙ্গে চূড়ান্ত অনিয়শ্চয়তা এখন পদ্মশিবিরের সামনে। আদৌ তাঁরা কেন্দ্রে সরকার গড়তে পারবেন কিনা, আর তা গড়তে পারলেও কতদিন তা ঠিক ঠাক ভাবে চলবে। বাংলাতেও ধাক্কা খেতে হয়েছে পদ্মশিবিরকে। উনিশে বাংলার মাটিতে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। এবারে তাঁদের প্রাপ্তি ১২। বাম-কংগ্রেস জোট পুরো মুছে না গেলেও ১টি আসনে জয়ের মুখ দেখেছে কংগ্রেস। ৩টি আসনে কংগ্রেসের ভোট প্রাপ্তি যাত্রা ভঙ্গ করেছে তৃণমূলের। এই অবস্থায় ২৯টি আসনে জয়ের মুখ দেখা জোড়াফুল শিবিরের তরফে মঙ্গল সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সাংবাদিক বৈঠক থেকেই একদিকে তিনি যেমন তোপ দাগলেন মোদিকে(Narendra Modi), তেমনি অভিনন্দন জানালেন টিম INDIA-কে। পাশপাশি তোপ দেগেছেন নির্বাচন কমিশনের নিযুক্ত কিছু পর্যবেক্ষককে।  

Advertisement

এদিন মমতা শুরুই করেন জাতীয় নির্বাচন কমিশনের কিছু পর্যবেক্ষকদের ভূমিকাকে আক্রমণ করে। তিনি বলেন, ‘আমরা ২৯টা আসনে জিতেছি বা এগিয়ে আছি। কিন্তু আমরা আরও ৪-৫টা আসনে জিততাম। কিন্তু নির্বাচন কমিশনের পর্যবেক্ষক নোংরামি করছে। শুধু এখানে নয়, উত্তরপ্রদেশেও করছে। জেতার পরেও সার্টিফিকেট আটকে রাখছে। কাঁথির আসন আমরাই জিতেছি। কিন্তু বিজেপির হয়ে কাজ করা পর্যেবক্ষকেরা শংসাপত্র আটকে রেখেছে। পর্যবেক্ষককে কাজে লাগিয়ে, এসব করে বেড়াচ্ছে বিজেপি। আমি ছেড়ে দেব না। রাজনৈতিক বদলা নেব। দরকারে পুনর্গণনা হবে। নির্বাচন কমিশন বিজেপির His Masters Voice-র মতো  কাজ করছে।’ এর পরেই মমতা INDIA প্রসঙ্গে জানান, ‘এই জয় মানুষের জয়, বিরোধী জোট INDIA-র জয়। আমি আমার সমস্ত INDIA-র সঙ্গীদের সমর্থন জানাচ্ছি। যারা আছেন। যারা আমাদের সঙ্গে জুড়তে চান। তাঁদের প্রত্যেককে আমার শুভেচ্ছা। রাহুলকেও(Rahul Gandhi) অভিনন্দন জানিয়েছি, কিন্তু ওরা এখনও জবাব দেয়নি। সে ওরা যা করে করুক। যোগাযোগ না করলে কোনও অসুবিধা নেই। আমি ব্যক্তিগত ভাবে অখিলেশকে অভিন্দন জানিয়েছি। ওদের কাল মিটিং আছে। আমি যেতে পারছি না। তবে অভিষেক গেলেও যেতে পারে।’

Advertisement

এরপরেই মমতা নিশস্না বানান প্রধানমন্তড়ী নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘আমি খুশি নরেন্দ্র মোদি হেরেছেন। মানুষ ওনাকে জবাব দিয়েছে। ওর অবিলম্বে উচিত পদত্যাগ করা। ওরা কম চেষ্টা করেনি। বিধায়কদের অর্থ দিয়েছে, ভয় দেখিয়েছে, কিন্তু শেষপর্যন্ত কিছু  করতে পারেনি। উল্টে যে অযোধ্যা নিয়ে ওরা এত কিছু করল, সেখানেই হেরে গিয়েছে। মোদি অনেক রাজনৈতিক দলকে ভেঙেছে এ বার জনতা ওদেরকেই ভেঙে দিয়েছে। মোদি শাহের উচিত অবিলম্বে পদত্যাগ করা। যারা বুথফেরত সমীক্ষা করেছিলেন, তাঁরা অনেকের মনোবল ভেঙে দিয়েছিলেন। ওই রিপোর্ট কোথা থেকে হয়েছিল জানি। আমি নিশ্চিত বিজেপির দফতর থেকে মনোবল ভেঙে দেওয়ার জন্যই ওই রিপোর্ট তৈরি করেছিল। মোদি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে অত্যাচার করত। আর এবার ওরা একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ বার কি আমরা ছেড়ে দেব? আশা করি INDIA-র সদস্যরাও ছেড়ে দেবে না। বরং আমাদের টিম বাড়বে, কমবে না। মোদি যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেত তবে দেশ থাকত না। NDA এথন Lost Case। তাই যারা ওঁদের সমর্থন করবেন বলে ভাবছেন, তাঁদের আমরা বারণ করব। এর থেকে বেশি কিছু করতে পারি না। মোদি তোমার ভোট অন্য কোথাও যায়নি। তোমার ম্যাজিক শেষ। তোমাকে পদত্যাগ করতে হবে।’

Advertisement
Tags :
Advertisement