For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘বাংলায় NRC করতে দেব না, Detention Camp করতে দেব না’, ঘোষণা মমতার

বাংলার মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, রাজ্যে NRC লাগু হতে তিনি দেবেন না। হবে না কোনও Detention Camp-ও।
05:12 PM Feb 19, 2024 IST | Koushik Dey Sarkar
‘বাংলায় nrc করতে দেব না  detention camp করতে দেব না’  ঘোষণা মমতার
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: নবান্নে বসেই দিল্লির শাসককে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বাংলার বাঘিনী। জানালেন, ‘রাজ্যকে অন্ধকারে রেখে আধার কার্ড বাতিল(Aadhar Card De-Activation) করছে কেন্দ্র। বিশেষ করে তফশিলি ও সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে। সবথেকে বেশি কার্ড বাতিল হচ্ছে মতুয়াদের। লোকসভা ভোটের আগে কী এমন ঘটল যে আধার কার্ড বাতিল হচ্ছে? আধার বাতিলের নেপথ্যে রয়েছে NRC করার চক্রান্ত। অসমের মতো Detention Camp তৈরি করা লক্ষ্য। কিন্তু মনে রাখবেন, এটা অসম নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বিহার নয়। এটা বাংলা। বাংলায় এনআরসি করতে দেব না, Detention Camp করতে দেব না। লুটেরা সরকার, জমিদারদের মতো আচরণ করছে। অনেক সময়ে তাঁদেরও ছাপিয়ে যাচ্ছে। সব তথ্য নিয়ে আধার কার্ড করা হয়েছিল। পরে তার সঙ্গে ব্যাঙ্কের লিঙ্কও করা হয়। এমনকী কার্ড করতে গেলে ১০০০ টাকা করে নেওয়াও হয়েছে। এখন আচমকা কার্ড পরপর বাতিল করা হচ্ছে। আমরা ডেকে পাঠিয়েছিলাম বাংলায় যিনি দায়িত্বে আছেন আধারের। তিনি বলেছেন, এটা দিল্লি থেকে করা হচ্ছে। দিল্লির চক্রান্ত ছাড়া আর কী? লোক তাড়াবে, ভোট দখল করবে, ক্যাগকে দিয়ে রিপোর্ট করাবে। আর কী করবে এরা?’ বক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

Advertisement

 সোম দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক কর্ব আধার কার্ড ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো। গোটা বিষয়টিকে ২৪’র ভোটের আগে বিজেপি ও কেন্দ্র সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে তুলে ধরলেন বাংলার আমজনতার কাছে। সেই সাংবাদিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী আমজনতাকে আশ্বস্ত করে জানান, ‘ভয় পাওয়ার কারণ নেই কারও। আপনাদের অধিকার আমরা সুরক্ষিত রাখব। আধার কার্ড না-ই বা থাকল, অন্য কার্ড দিয়ে দেব। ভোটার কার্ড, রেশন কার্ড আছে। আধার কার্ড দিয়ে সব করতে হলে আমরা এরও বিকল্প কার্ড করে দেব। রাজ্য সরকারের অধিকারে পড়ে রাজ্যের মানুষকে সুবিধা দেওয়া। আঙুলটা সোজা না দেখতে পায়, আঙুলটা একটু বেঁকিয়ে চালাতে হবে। আমরা মানুষের স্বার্থে রেডি। মানুষকে বঞ্চিত হতে দেব না, যা করার করব। কোনও এনআরসি এখানে হবে না। কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। এটা কবিগুরু, নজরুল, জীবনানন্দের বাংলা। আমার কাছে যত অভিযোগ এসেছে তার ভিত্তিতে আমি নিজেও প্রধানমন্ত্রীকে(Prime Minister Narendra Modi) চিঠি লিখব বলে ঠিক করেছি। আধার কার্ড নিয়ে যারা ছেলেখেলা করছে, মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে, আঁধার জগতে মানুষ তাঁদেরই ফেলে দেবে। গরিবদের বলব কোনও অসহায়তা নেই, আমাদের জানান। আমরা নির্দেশ দিয়েছি, বিকল্প কার্ড দেব। কার্ড তৈরি করছি। ৩-৪ দিনের মধ্যে পৌঁছে দেব। রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, কাস্ট সার্টিফিকেট, স্বাস্থ্যসাথী, সব পাবেন।’

Advertisement

Advertisement
Tags :
Advertisement