OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বিধ্বংসী ম্যাক্সওয়েল, আফগানদের হারিয়ে সেমিতে অজিরা

10:17 PM Nov 07, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অবিশ্বাস্য। অবিশ্বাস্য। সত্যিই অবিশ্বাস্য। একার হাতেই আফগানিস্তানের কাছে নিশ্চিত হারা ম্যাচ জিতিয়ে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চলতি বিশ্বকাপে প্রথম দ্বিশতরান করার রেকর্ডকারী ৩৫ বছর বয়সী ডান হাতি ব্যাটারের তাণ্ডবে রুখল আফগানদের জয়রথ। ১৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে দলকে পৌঁছে দিলেন। আর ম্যাক্সওয়েলকে যোগ্য সঙ্গত করলেন অজি অধিনায়ক প্যাট কামিংস।  

মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের জন্য ২৯২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অজি শিবির। দলের স্কোরবোর্ডে চার রান উঠতে না উঠতেই নাভিন উল হকের বলে শূন্য রানে ফেরেন ট্র্যাভিস হেড। সেই ধাক্কা সামাল দিতে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দিয়ে সাজঘরে ফেরেন মার্শ (২৪)। তাঁকে আউট করেন নাভিন। নবম ওভারে বল করতে এসে অজি শিবিরে জোড়া ধাক্কা দেন আজমাতুল্লাহ ওমরজাই। প্রথম বলে ওয়ার্নারের (১৮) স্ট্যাম্প ছিটকে দেন। পরের বলে ফিরিয়ে দেন চলতি বিশ্বকাপে লাগাতার ব্যর্থ জোস ইংলিশকে (০)। মার্নুস লাবুশানে (১৪) তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে রহমত শাহের ছোড়া বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। এর পরে মার্কাস স্টইনিসকে (৬) ফিরিয়ে কার্যত অজিদের ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দেন রশিদ খান। ১৯তম ওভারে মিচেল স্টার্ককে (৩) ফেরান সেই রশিদ খান। ৯১ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।

আর তার পরেই পরিত্রাতা হিসেবে আবির্ভূত হন গ্লেন ম্যাক্সওয়েল। আফগান বোলারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। নূর আমেদ-মুজিব উর রহমানদের নির্দয়ভাবে পেটাতে থাকেন। ৫১ বলে নিজের অর্ধশতরান তুলে নেন। আর তার পরে আরও বেপরোয়া হয়ে ওঠেন। চার ও ছয়ের ফুলঝুরি ছুটিয়ে পরের ২৫ বলে ৫০ করে  ৭৬ বলে শতরান পূর্ণ করেন। ১০৪ বলে ১৫০ রানের গণ্ডি ডিঙিয়ে যান। ম্যাক্সওয়েলের তাণ্ডব কীভাবে থামাবেন তা ভেবে কুল পাননি আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। যার হাতে বল তুলে দিয়েছেন তাঁকেই নির্দয়ভাবে পিটিয়েছেন ৩৫ বছর বয়সী ডানহাতি অজি ব্যাটার। শেষ পর্যন্ত ১২৮ বলে ২০১ রান করে অপরাজিত থাকেন। ক্রিজের অন্য প্রান্তে দাঁড়িয়ে সঙ্গীর তাণ্ডব চাক্ষুস করেন অজি অধিনায়ক প্যাট কামিংস।

Tags :
Australia skipper Pat CumminsAustralia vs AfghanistanGlenn MaxwellICC World Cup 2023
Next Article