For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে’, সরব মমতা

পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে। এটা আমি মেনে নেব না। বেআইনি পার্কিংগুলি ভেঙে দিতে হবে - কড়া বার্তা মমতার।
03:14 PM Jun 27, 2024 IST | Koushik Dey Sarkar
‘পুলিশ নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে’  সরব মমতা
Courtesy - Facebook
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন জায়গাতেই বেআইনি পার্কিং(Illegal Parking) গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এবার সেই বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্ন(Nabanna) সভাঘরে হকার সমস্যার সমাধানে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘পুলিশ-নেতাদের টাকা খাইয়ে অনেক জায়গায় বেআইনি পার্কিং জোন তৈরি হয়েছে। এটা আমি মেনে নেব না। বেআইনি পার্কিংগুলি ভেঙে দিতে হবে।’ এই প্রসঙ্গে এদিন মমতা জানান, ইতিমধ্যেই কলকাতার(Kolkata) আলিপুরে ‘সম্পন্ন’ নামের একটা পার্কিং জোন তৈরি হয়েছে। সেটার ধাঁচেই উত্তরে হাতিবাগান ও বেহালাতেও এবার এই ধরনের পার্কিং জোন তৈরি করার বার্তা দেন তিনি।  

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী কলকাতায় কতগুলি বেআইনি পার্কিং জোন রয়েছে তা জনানোর জন্য পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন। একইসঙ্গে রাজারহাট, নিউটাউন, হাওড়া, আসানসোল ও দুর্গাপুরে কত বেআইনি পার্কিং রয়েছে তারও হিসেব চান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ওই জায়গাগুলি আইনি পার্কিং জোন তৈরি হওয়ার উপযুক্ত কি না তা জানতে হবে। যদি উপযুক্ত হয় তবে টেন্ডার করা হবে। কেন্দ্রীয়ভাবে হবে এই টেন্ডার। এটা মেয়র নিজে দেখবেন। দেখে রিপোর্ট দেবে। নিজেরা করে দেবে না। সিপিকে সঙ্গে রাখতে হবে। দেখে গোটা তালিকা ১৫ দিনের মধ্যে আমায় জমা দিতে হবে।’

Advertisement

এদিন বড়বাজার এলাকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ফুটপাথের উপরেও গাড়ি পার্কিং হচ্ছে। স্পষ্ট বলে দিতে হবে, এটা কারও জমিদারি নয়। বেআইনি গাড়ি পার্কিং জোন ভেঙে দিয়ে, কোথায় কোথায় আইনিভাবে করা যায় সেটা দেখতে হবে। সম্পন্ন যে ভাবে হয়েছে, তেমন যদি আর ৫-৭টা হয়ে যায় তাহলে পার্কিংয়ের সমস্যাটা মিটে যাবে। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কোনও সমস্যা না থাকে, তাহলে আইনিভাবে আমরা পার্কিং জোন করে দেবেন। বেআইনিভাবে করে টাকা কামাতে দেব কেন?' একইসঙ্গে কাদের টাকা দিয়ে এই ধরনের বেআইনি পার্কিং তৈরি করা হয়েছে, সেই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Advertisement
Tags :
Advertisement