OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

নওয়াজ-ভুট্টোর সঙ্গে জোট করে সরকার গড়বে না ইমরানের দল

07:57 PM Feb 09, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : নওয়াজ শরিফ বা বিলাবল ভুট্টো, কারোর সঙ্গেই জোট করে সরকার গঠন করবে না ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ সমর্থিত নির্দল প্রার্থীরা। শুক্রবার এই কথাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলি খান।

এদিন পাকিস্তানের সংবাদমাধ্যমকে গহর আলি খান জানান, ‘পিএমএল-এন ও পিপিপির সঙ্গে আমরা কোনও যোগাযোগ রাখছি না। আমাদের আশা, আমরা নিজেরাই কেন্দ্রে সরকার গঠন করব। পাশাপাশি পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সরকারও আমরা গঠন করব।‘ উল্লেখ্য, পিএমএল-এন নওয়াজ শরিফের দল ও পিপিপি বিলাবল ভুট্টো জারদারির দল। অন্যদিকে আইনি প্রতিবন্ধকতার কারণেই ইমরান খানের দলের প্রার্থীরা নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছেন।

পাকিস্তানের জাতীয় পরিষদে ২৬৬টি আসনে ভোট হয়েছে। এরমধ্যে এককভাবে সরকার গঠন করতে গেলে কোনও রাজনৈতিক দলকে ১৩৪টি আসনে জিততে হবে। পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর, ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা এখনও পর্যন্ত ৫৬টি আসনে জয়লাভ করেছেন। এদিন সাংবাদিক সম্মেলনে পিটিআই নেতা গহর আলি খানের দাবি, তাদের দল ১৫০টি আসনে জয়লাভ করতে পারবেন। তবে বিশেষকরা মনে করছেন, এবারে পাকিস্তানে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ইতিমধ্যে ঘোষিত ফল অনুযায়ী পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীদের সঙ্গে পিএমএল-এনের হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীদের পরই ৪০টি আসনে জিতে দ্বিতীয় স্থানে রয়েছে পিএমএল-এন। এখন দেখার কোন দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে সমর্থ হয়।

Tags :
Imran khanPakistanPakistan ElectionPolitics.PTI
Next Article