OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

‘বাংলায় আমরাই বিজেপির বিরুদ্ধে লড়ছি, একটাও ভোট অন্য কাউকে না’, আর্জি মমতার

ঈদের সকালে কলকাতার রেড রোড থেকে বাংলার সংখ্যালঘু সমাজের জন্য বড় বার্তা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
11:16 AM Apr 11, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook

নিজস্ব প্রতিনিধি: ঈদের সকালে কলকাতার রেড রোড থেকে বাংলার সংখ্যালঘু সমাজের জন্য বড় বার্তা দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে কলকাতার রেড রোডে নমাজের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, 'কোনও মতেই বাংলাতে(Bengal) সংশোধিত নাগরিকত্ব আইন বা CAA এবং জাতীয় নাগরিকপঞ্জি বা NRC তিনি চালু হতে দেবেন না।' দেশে তৈরি হওয়া বিজেপি(BJP) বিরোধী জোট INDIA প্রসঙ্গেও বার্তা দিয়েছেন মমতা। সেই জোটে থাকলেও এ রাজ্যে যে তৃণমূল(TMC) একাই বিজেপির বিরুদ্ধে লড়ছে এবং জোড়াফুলের সঙ্গে বাম বা কংগ্রেসের যে কোনও জোট হয়নি তা সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জানিয়েছেন, ‘বাংলায় আমরাই বিজেপির বিরুদ্ধে লড়ছি। একটা ভোটও অন্য কাউকে দেবেন না। দিল্লিতে INDIA জোট কী হবে তা ভোটের পরে বুঝে নেব।’

এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমি ভেবেছিলাম ঈদ বুধবার হবে। সেইমতো সফরসূচি সাজিয়েছিলাম। উত্তরবঙ্গ যেতে হবে। এখান থেকে হেলিকপ্টারে হাসিমারা যেতে হবে। সেখান থেকে উত্তরবঙ্গ সফর আছে। রেড রোডের নমাজ আমি কোনওদিন মিস করব না। আপনাদের সঙ্গে দেখা করার যে সুযোগ হয়, সেটা আমার জন্য আল্লার মেহেরবানি। আমরা নফরত করতে পারি না। আমরা বিভাজন জানি না। অনেকের মনে প্রশ্ন আছে NRC হবে কিনা , CAA হবে কিনা। আমরা CAA চাই না, NRC চাই না। আমরা একসঙ্গে থাকব। আমরা ভাইয়ের মতো থাকব, কারও অহংকার সইব না। একসঙ্গে থাকলে কেউ কিচ্ছু করতে পারবে না। বিজেপি বিভাজনের সবরকম চেষ্টা করবে। আমাদের একত্রিত থাকতে হবে। ভোটের আগে মুসলিম নেতাদের ফোন করে বলছে, আপনাদের এই চাই, ওই চাই। কিন্তু এই ভালোবাসা ছিনিয়ে নেওয়া অত সহজ কাজ নয়। এই ্ঈদ আমাকে সাহস দেওয়ার। আপনারা এককাট্টা থাকলে কেউ আলাদা করতে পারবে না।’

এরপরেই মমতা বলেন, ‘ওরা অভিন্ন দেওয়ানি বিধি আনছে। আমাদের লক্ষ্য সর্বধর্ম সমন্বয়। আমরা ঘৃণাভাষণ চাই না। সবাইকে ED-CBI’র ভয় দেখাচ্ছে। চকোলেট বোমা ফাটলেও NIA পাঠিয়ে দিচ্ছে। গোটা দেশকে জেলখানা বানিয়ে দিচ্ছে। কেউ কেউ চায় ভোটে সবাইকে ভয় দেখাতে। সবাইকে এখন NIA, CBI, Income Tax, ED’র হাতে ধরাতে চায়। আমি বলি, এর থেকে তো ভাল একটা জেলখানা বানিয়ে দিন। সবাইকে ভরে দিন। কিন্তু দেশের ১৩০ কোটি মানুষ, সবাইকে আপনি জেলে ভরতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ি। আবার বলছে আপকে বার ৪০০ পার। আমি বলি, আগে তো ২০০ আসন পার হও। প্রাণ থাকতে বাংলায় NRC-CAA হতে দেব না। আমি কোনও এজেন্সিকে ভয় পাই না। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। ভোটের আগে তৃণমূলের ছেলেদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বিজেপির লোকেরা দোষ করলেও আদালতে জামিন পেয়ে যাচ্ছে। গায়ের জোরে মানব না। No CAA, No NRC, No UCC। সকলের নিজস্ব অধিকার যেমন ছিল, তেমন থাকবে। জনতার ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন। আমরা নাগরিক না হলে আপনারাও নাগরিক নন। কেউ অশান্তি করতে এলে মাথা ঠান্ডা রাখবেন। যতই বদমাইশি, দুষ্টুমি, নোংরামি, টাকার খেলা হোক মনে রাখবেন আপনাদের ইমানদারি বাংলার মা মাটি মানুষকে শান্তিতে রেখেছে। আমরা থাকাকালীন আপনার ওপর কেউ অত্যাচার করতে পারবে না। একতাই সবথেকে বড় ধর্ম।’

Tags :
bengalBJPCAACBIEDIncome TaxindiaMamata BanerjeeNIANRCTmc
Next Article