OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ফ্রান্সে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে বিক্ষোভ, কারণ কী?

এদিকে এমন বিক্ষোভ চলাকালীনই আগামী ৩০ জুন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যার ফলেই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে।
11:29 AM Jun 16, 2024 IST | Susmita

নিজস্ব প্রতিনিধি: ফ্রান্সে আগাম জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই দেশজুড়ে জোরালো বিক্ষোভ শুরু হয়েছে। যাতে দেশটির প্রায় লাখ লাখ মানুষ যোগ দিয়েছেন। গতকাল অর্থাৎ ১৫ জুন শনিবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে। কিন্তু আন্দোলনের মূল উদ্দেশ্য কী? একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার (৯ জুন) দেশটির ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন কট্টর ডানপন্থি দল। এরপর থেকেই বামপন্থি জোট পপুলার ফ্রন্টের আহ্বানে ফ্রান্সজুড়ে শুরু হয়েছে বিরোধীদের আন্দোলন।

জানা গিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসের বাইরে মার্সাই, তুলুজ, লিয়ন ও লিল-সহ আরও অনেক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিকে এমন বিক্ষোভ চলাকালীনই আগামী ৩০ জুন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যার ফলেই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। লাখ লাখ মানুষের এই আন্দোলন রুখতে পুলিশকেও বেশ বেগ পেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল চালায়। এবং কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতারও করা হয়েছে। যার ফলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। আর এই লাখ লাখ মানুষের এই আন্দোলন আসন্ন পার্লামেন্ট নির্বাচনের ভোটের ফলাফলে একটি বড় প্রভাব ফেলবে বলেও মনে করছেন বিক্ষোভকারীরা। বর্ণবাদ ও শ্রেণিবৈষম্যের ভিত্তিতে পৃথিবীর সপ্তম শক্তিশালী অর্থনীতির এই দেশটির প্রশাসন চলবে, তা একেবারেই মেনে নিতে পারছে না বিক্ষোভকারীরা। তাই এমন বিক্ষোভে অংশ নিয়েছেন তাঁরা।

Tags :
In France millions of people took to the streets to protest
Next Article