OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ২২৫ কোটি ছুঁল 'ফাইটার'

সোমবার, Sacnilk.com দ্বারা ভাগ করা প্রাথমিক অনুমান অনুসারে, এটি ৮ কোটি টাকারও বেশি অর্জন করেছে। মুক্তির পাঁচ দিন পর ছবিটির আয় দাঁড়িয়েছে ১২৬.৫ কোটি।
06:48 PM Jan 30, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও মাত্র ৫ দিনেই বিশ্বব্যাপী ২৫ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'ফাইটার'। এই ছবির মাধ্যমেই হৃতিকের সঙ্গে প্রথমবার জুটি বাঁধলেন দীপিকা পাড়ুকোন। ছবির টানটান ট্রেলার, গান সবটাই ভক্তদের মন্ত্রমুগ্ধ করেছিল। তেমন কাহিনী জমাতে পারে নি ছবি। কিন্তু তবুও বিশ্বব্যাপী ২২৫ কোটি টাকা আয় করে ফেলল এই ছবি। কিন্তু ফিল্মটি সিদ্ধার্থের গত বছরের ব্লকবাস্টার পাঠান-এর মতো সাফল্য পায়নি।

যেটিতে অভিনয় করেছিলেন, শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। সিনেমাটি ১০০০ কোটিরও বেশি বিশ্বব্যাপী সংগ্রহ করেছিল। আর সিদ্ধার্থের কেরিয়ারকে এক্কেবারে ঘুরিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, হৃতিক ও সিদ্ধার্থের একসঙ্গে শেষ ছবি ওয়ার থেকেও খারাপ পারফরম্যান্স করেছে 'ফাইটার'। Fighter এর উদ্বোধনী সপ্তাহান্তে মোট ১১৮.৫০ কোটি আয় করেছে। সোমবার, Sacnilk.com দ্বারা ভাগ করা প্রাথমিক অনুমান অনুসারে, এটি ৮ কোটি টাকারও বেশি অর্জন করেছে। মুক্তির পাঁচ দিন পর ছবিটির আয় দাঁড়িয়েছে ১২৬.৫ কোটি। ফাইটার শুধু পাঠান থেকে নয় বরং ওয়ার-ছবিরও পিছনে রয়েছে। যেটি ভারতে মাত্র পাঁচ দিনের ১৬৬ কোটির বেশি আয় করেছিল। অন্যদিকে, পাঠান পাঁচ দিনের উদ্বোধনী সপ্তাহান্তে ২৮০.৮৫ কোটি টাকা আয় করেছিল।

ফিল্মটির দিনভিত্তিক সংগ্রহ ভাগ করে, ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান মঙ্গলবার টুইটে বলেছেন, “#ফাইটারের প্রথম দিনের কালেকশন, ৩৬.০৭ কোটি, দ্বিতীয় দিনে, ৬৪.৫৭ কোটি, তৃতীয়দিনে ৫৬.১৯ কোটি, চতুর্থদিনে ৫২.৫৭ কোটি দিন, পঞ্চমদিনে ১৬.৩৩ কোটি টাকা আয় করেছে, ছবিটি মোট- ২২৫.৮৭ কোটি টাকা৷" ফাইটারে অভিনয় করছেন, হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়।

Tags :
Fighter Box Office
Next Article