OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

১৭৬ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, জিততে রোহিতদের চাই ৭৯ রান

03:30 PM Jan 04, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিংয়ে ঝলসে গেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ১৭৬  রানেই গুটিয়ে গেল প্রোটিয়ারা। আইডেন মার্করাম ছাড়া আর কোনও ব্যাটারই ভারতীয় বোলারদের বিষাক্ত আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সিরিজে সমতা ফেরাতে রোহিত শর্মাদের চাই ৭৯ রান।

বুধবার থেকে শুরু হওয়া কেপটাউন টেস্টে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। মহম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে ৫৫ রানেই গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছিল টিম ইন্ডিয়াও। ০ রানে ৬ উইকেট হারানোর জেরে ১৫৩ রানে থেমেছিল ভারতের প্রথম ইনিংস। ৯৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়েছিল স্বাগতিকরা।

বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দিনের শুরু থেকেই আগুন ঝরাতে থাকেন যশপ্রীত বুমরা-মহম্মদ সিরাজরা। আর ওই আগুনে বোলিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেন ডেভিড বেডিংহ্যাম (১১), কাইল ভেরিনে (৯), মার্কো জানসেন (১১), কেশব মহারাজ (৩)। এক প্রান্ত আগলে রেখে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান আইডেন মার্করাম। প্রসিদ্ধ কৃষ্ণা-মুকেশ কুমারদের পাল্টা আক্রমণের পথ ধরেন তিনি। একদিনের ক্রিকেটের মতোই বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন। ব্যক্তিগত ৭৩ রানের মাথায় কে এল রাহুলের হাতে সহজ ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পরে নিজের সপ্তম টেস্ট শতরান করতে ভুল করেননি প্রোটিয়া ওপেনার। ৯৯ বলে ১৬টি চার ও দুটি বিশাল ছক্কার সাহায্যে শতরানে পৌঁছন তিনি। অষ্টম উইকেটে কাগিসো রাবাডাকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। অপ্রতিরোধ্য হয়ে ওঠা মার্করামকে (১০৬)  ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন মহম্মদ  সিরাজ। পরের ওভারেই রাবাডাকে (২) সাজঘরের পথ ধরান প্রসিদ্ধ কৃষ্ণা। ১১ নম্বর ব্যাটার লুঙ্গি এনগিডিকে (৮) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মুড়িয়ে দেন বুমরা। ১৩.৫ ওভারে ৬১ রান খরচ করে ৬ উইকেট শিকার করেছেন ভারতের স্পিডস্টার। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া মহম্মদ সিরাজ অবশ্য অনেকটাই নিষ্প্রভ ছিলেন। ৩১ রানে এক উইকেট পেয়েছেন।

Tags :
Aiden markramIndia vs South Africa 2nd TestJasprit Bumrah
Next Article