OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

সাফল্য পেতে গেলে INDIA-কে নিতে হবে মমতার পরামর্শ, বার্তা সুদীপের

দেশে গঠিত বিজেপি বিরোধী INDIA জোটের বৈঠকের আগে নাম না করে কংগ্রেস ও জোট শরিকদের বড় বার্তা দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
12:39 PM Dec 10, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দেশের ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। কেননা ২৪’র লোকসভা নির্বাচনের(General Election 2024) আগে এই ভোটই ছিল কার্যত সেমি ফাইনাল রাউন্ড। সেই রাউন্ডেই বিজেপির(BJP) কাছে হেরে বসে আছে কংগ্রেস(INC)। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে জয়ী হয়েছে গেরুয়া শিবির। কংগ্রেস জিতেছে খালি তেলেঙ্গানায়। সব থেকে বড় বিষয়, ছত্তিশগড় ও রাজস্থান কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই দুই রাজ্য সহ মধ্যপ্রদেশেও কংগ্রেসের হারের পিছনে উঠে এসেছে দেশে গঠিত বিজেপি বিরোধী INDIA জোটেরই শরিক সমাজবাদী পার্টি(SP) ও আমআদমি পার্টিকে(AAP) আসন না ছাড়া বা তাঁদের সঙ্গে কোনও জোট না গড়া। বামেরাও বেশ কিছু আসনে কংগ্রেসের ভোট কেটে তাঁদের যাত্রাভঙ্গ করেছে। এই অবস্থায় চলতি মাসেই দিল্লিতে বসতে চলেছে INDIA জোটের বৈঠক। সেখানেই লোকসভা নির্বাচনের জন্য আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা। ঠিক তার আগে কংগ্রেসকে বড় বার্তা দিলেন তৃণমূলের(TMC) সাংসদ তথা লোকসভায় দলের পরিষদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Bandopadhay)।

কী বলেছেন সুদীপ? শনিবার রাতে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC’র একটি সভায় যোগ দিয়েছিলেন সুদীপ। সেখান থেকেই তিনি বার্তা দিয়েছেন কংগ্রেসকে। তবে সরাসরি নয়, INDIA জোটকে উদ্দেশ্য করেই সেই বার্তা দিয়েছেন সুদীপ। বলেছেন, ‘INDIA জোট সফল হবে। কিন্তু সাফল্য পেতে গেলে তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে এগোতে হবে। কেন্দ্রের অপশাসনের অবসান ঘটাতে বিজেপিকে হারিয়ে বিকল্প সরকার চাই, যার নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। একদিকে মুখ‌্যমন্ত্রী কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে লড়ছেন। অন্যদিকে বাংলায় এমন উন্নয়ন করছেন যা নকল করতে হচ্ছে অন্য রাজ্যকে। ফলে দেশে এখন বাংলা মডেলই চাইছেন মানুষ। যে বিজেপির সাংসদরা হাত তুলে ভোট দিয়ে গায়ের জোরে মহুয়া মৈত্রকে বহিষ্কার করলেন, তঁারা যাতে সংসদে আর না ফিরে আসতে পারেন, সেইভাবে জনমত গঠন করতে হবে। এবার রাজ্যে ৪২-এ ৪২ আসন টার্গেট করে লড়াই হবে। বিধানসভায় সিপিএম, কংগ্রেসকে যেমন শূন্য করা হয়েছে, তেমনই বাংলা থেকে লোকসভায় বিজেপিকে শূন্য করতে হবে।’

Tags :
AAPBJPGeneral Election 2024INCindiaMamata BanerjeeSpSudip BandopadhayTmc
Next Article