OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা

09:24 PM Nov 30, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বৃহস্পতিবার রাতে টি টোয়েন্টি, একদিনের এবং টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। টি টোয়েন্টি ও একদিনের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। টেস্ট দলে শামিকে রাখা হলেও তিনি শেষ পর্যন্ত যাবেন কিনা, তা নির্ভর করছে তাঁর ফিটনেসের উপরে।

তিনটি একদিনের, তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারতীয় দল। ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সফর। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথমে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ১০, ১২ ও ১৪ ডিসেম্বর হবে ওই তিনটি ম্যাচ। তার পরে তিনটে একদিনের ম্যাচ খেলবে। ১৭,১৯ ও ২১ ডিসেম্বর হবে ওই তিন ম্যাচ। তার পরে দুটি টেস্ট হবে। প্রথম টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।

টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশন (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

এক দিনের দল: লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, মুকেশ কুমার, আবেশ খান, আরশদীপ সিংহ, দীপক চাহার।

টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, শ্রেয়স আয়ার, ঈশান কিশন, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।

Tags :
India squad for SAK l rahulRohit sharmaSurya Kumar Yadav
Next Article