OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পাক অধিকৃত কাশ্মীর সফরে ব্রিটিশ রাষ্ট্রদূত, প্রতিবাদ জানাল ভারত  

05:35 PM Jan 13, 2024 IST | Srijita Mallick
courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামাবাদে ব্রিটিশ হাই রাষ্ট্রদূতের পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফরকে তীব্র প্রতিবাদ জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রক। গত ১০ জানুয়ারি পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত জেন ম্যারিয়ট কাশ্মীরের মিরপুর সফর করেন। শুধু তাই নয় ব্রিটিশ রাষ্ট্রদূত ব্যবসায়ী, স্থানীয় কমিউনিটির সদস্য এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেন। আর তাতেই প্রতিবাদ জানাল ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ম্যারিয়ট ও ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা পাক অধিকৃত কাশ্মীরে সফর করেছে। যা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করেছে। তাই ভারত এই সফরকে আপত্তি জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।  বিদেশ সচিব বিনয় কোয়াত্রা ভারতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিসের কাছে এই লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ম্যারিয়ট যিনি ২০২৩ সালের জুলাই মাসে পাকিস্তানে প্রথম মহিলা ব্রিটিশ রাষ্ট্রদূত হয়েছিলেন। তিনি তাঁর এই সফর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। ম্যারিয়ট লিখেছেন,’ যুক্তরাজ্য ও পাকিস্তানের জনগণের সম্পর্কের প্রাণকেন্দ্র মিরপুর। আপনাদের আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ।‘

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোমের পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালতিস্তান সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত।  সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানাতে আহ্বান জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।  এরআগে গত  ২০২২ সালেও মার্কিন রাষ্ট্রদূত  পাকিস্তান অধিকৃত কাশ্মীর সফর করেছিলেন।  

Tags :
Jammu and kashmirJane MarriottMinistry of External AffairsPakistan
Next Article