OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্যের জের, মার্কিন দূতকে তলব বিদেশ মন্ত্রকের

01:26 PM Mar 27, 2024 IST | Srijita Mallick

নিজস্ব প্রতিনিধিঃ  আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে জার্মানির পরে সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আবহেই বুধবার মার্কিন কূটনীতিককে তলব করল ভারত । এদিন  দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতরে যান আমেরিকার ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অফ মিশন গ্লোরিয়া বারবেনা। প্রায় ৪০ মিনিট বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। তবে কি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে তা এখন জানা যায়নি।

কি বলেছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রক? অরবিন্দের গ্রেফতারির পরেই সরব হন মার্কিন কুটনীতিক। তিনি বলেছিলেন,’ ভারতের বিরোধীদলীয় নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের খবর যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জন্য একটি ন্যায্য আইনিপ্রক্রিয়া যেন হয়। শুধু তাই নয় বিচার যেন ‘স্বচ্ছ’ এবং ‘অবাধ’ হয়।‘  আর তারপরেই আমেরিকার কুটনীতিককে তলব করে ভারত।

অন্যদিকে,’অরবিন্দের গ্রেফতারি নিয়ে জার্মান  বিদেশমন্ত্রক বলে, ‘ ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমাদের অনুমান যে বিচার ব্যবস্থা নিরপেক্ষতাভাবে এই মামলা পর্যালোচনা করবে। কেজরিওয়ালের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমরা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির ওপর নজর রাখছি।‘   এরপরেই ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জভাবে জার্মানি হস্তক্ষেপ করবে।‘

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দকে ইডি গ্রেফতার করেছে। আর তার গ্রেফতারির  পরেই দিল্লি জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির বিক্ষোভ। গ্রেফতারির পর থেকেই অরবিন্দের পাশে দাঁড়িয়েছে আপ নেতারা। অন্যদিকে INDIA জোটের সদস্যরা তার গ্রেফতারি নিয়ে সরব হয়েছে। তারা জানিয়েছেন, বিরোধীদের বিরুদ্ধে ইডিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিজেপি। তবে শেষ পর্যন্ত ‘সত্যের জয় হবে।‘

Tags :
AmericaArvind kejriwalArvind Kejriwal arrestedUS Diplomat
Next Article