OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ম্যাক্সওয়েল ঝড়ে ধরাশায়ী টিম ইন্ডিয়া

11:54 PM Nov 28, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বিশ্বকাপে একার হাতে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিলেন। মঙ্গলবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ফের ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পরিত্রাতা হয়ে দাঁড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর অপরাজিত শতরানের দৌলতেই টিম ইন্ডিয়ার পাহাড়সম রান টপকে পাঁচ উইকেটে জয় হাসিল করে সিরিজ হারার লজ্জা এড়াল বিশ্বকাপজয়ীরা।

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং তান্ডবে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২২২ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাত খুলতে শুরু করেন দুই অজি ওপেনার ট্র্যাভিস হেড ও অ্যারন হার্ডি। যদিও বেশিদূর এগোতে পারেননি। পঞ্চম ওভারে হার্ডিকে (১৬) ফিরিয়ে অজি শিবিরে জোর ধাক্কা দেন আরশদীপ। তার পরেই পর পর দুই ওভারে সাজঘরে ফেরেন জোস ইংলিশ (১০) ও ট্র্যাভিস হেড (৩৫)। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলেন গ্লেন ম্যাকওয়েল ও মার্কাস স্টইনিস। দুজনে ৬০ রান যোগ করেন। স্টইনিসকে ফিরিয়ে ফের অজি শিবিরে ধাক্কা দেন অক্ষর পটেল। তিন বলের মাথায় দলকে চরমে বিপদে ফেলে শূন্য রানে ফিরে যান টিম ডেভি। ১৩৪ রানে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়া ম্যাচ জিতবে তা অতি বড় অজি সমর্থকরাও বিশ্বাস করেননি।

কিন্তু সব হিসাব-নিকেশ উল্টে দিলেন ম্যাক্সওয়েল। অধিনায়ক ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। দুজনে ১৯ ওভারে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। শেষ ওভারে জয়ের জন্য অজিদের দরকার ছিল ২১ রানের। আর ওই সন্ধিক্ষণেই চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। তিন ওভারে ৪৩ রান খরচ করা প্রসিদ্ধ কৃষ্ণার হাতে বল তুলে দিলেন। আর ওই ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকালেন অজি অধিনায়ক ওয়েড। পরের বলে সিঙ্গল নিয়ে স্ট্রাইক দিলেন ম্যাক্সওয়েল। চার বলে জয়ের জন্য দরকার ছিল ১৬ রানের। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে চার, ছয়, চার নিলেন ম্যাক্সওয়েল। শেষ বলে দরকার ছিল দুই রানের। চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন অজিদের পিঞ্চ হিটার। শেষ পর্যন্ত আটটি চার ও আটটি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

Tags :
Australia Beat IndiaAustralia VS IndiaGlenn Maxwell
Next Article