OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শতরান হাতছাড়া রাহুল-যশস্বীর, ভারত এগিয়ে ১৭৫ রানে

05:08 PM Jan 26, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে পুরোপুরি  চালকের আসনে ভারত। বেন স্টোকসদের বোলিং আক্রমণকে নির্বিষ করে দিয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছেন লোকেশ রাহুল-রবীন্দ্র হাতছাড়া। সাত উইকেটে ভারতের সংগ্রহ ৪২১ রান। অর্থা‍ৎ প্রথম ইনিংসে হাতে তিন উইকেট রেখে ১৭৫ রানে এগিয়ে গিয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ৮১ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। তাঁর সঙ্গেই ৩৫ রানে অপরাজিত অক্ষর পটেল।

বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ভারতের রান ছিল এক উইকেটে ১১৯। শুক্রবার সকালে জো রুটের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরানের সম্ভাবনা জাগিয়েছিলেন যশস্বী রাহুল। যদিও বেশিদূর এগোতে পারেননি। চতুর্থ বলেই ব্যক্তিগত ৮০ রানে সাজঘরে ফেরেন তিনি। এর পরে দলের হাল ধরার চেষ্টা চালিয়েছিলেন শুভমন গিল ও লোকেশ রাহুল। তবে গিলও বড় রানের ইনিংস খেলতে পারেননি। ব্যক্তিগত ২৩ রানে ফেরেন। চতুর্থ উইকেটে শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়েছেন রাহুল। তবে বড় রানের জুটি গড়ার আগে শ্রেয়সকে (৩৫) ফিরিয়ে ভারতীয় শিবিরে জোর ধাক্কা দেন রেহান আমেদ।

মধ্যাহ্নভোজের বিরতির পরে লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা মাথা ঠাণ্ডা করে খেলতে থাকেন। জো রুট, টম হার্টলেদের আক্রমণ নির্বিষ করে দেন দুজনে। তবে যশস্বীর মতোও শতরান হাতছাড়া করে চা বিরতির আগে সাজঘরে ফেরেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। টম হার্টলের বলে ব্যক্তিগত ৮৬ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রাহুল। ওই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান কেএস ভরত ও জাদেজা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ধীরগতির হয়ে আসছিল। ফলে ব্যাট করা কঠিন হয়ে দাঁড়ায়। তবুও ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ৬৮ রান যোগ করেন দুজনে। জো রুটের বলে লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন ভরত (৪১)। আট নম্বরে ব্যাট করতে নামা রবিচন্দ্রন অশ্বিনও (১) দ্রুত ফেরেন। পর পর দুই উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে। তবে অষ্টম উইকেটে জুটি বেঁধে দলকে ৪০০ রানের গণ্ডি পার করিয়ে দেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর পটেল। দিনের শেষে ভারতের রান দাঁড়ায় সাত উইকেটে ৪২১ রান।    

Tags :
India vs England 1st TestK l rahulRavindra JadejaYashasvi Jaiswal
Next Article