OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রোহিত-শুভমনের শতরানের সুবাদে চালকের আসনে টিম ইন্ডিয়া

12:25 PM Mar 08, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: অধিনায়ক রোহিত শর্মা আর শুভমন গিলের শতরানের সুবাদে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতেই চালকের আসনে ভারত। ১০২ রানে অপরাজিত টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর ১০১ রানে শুভমন গিল। এক উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৬৪ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিমধ্যে ৪৬ রানে এগিয়ে গিয়েছেন রোহিতরা। হাতে এখনও ৯ উইকেট রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের বিষাক্ত স্পিনে ২১৮ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ব্যাট করতে নেমে সতর্কভাবেই শুরু করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও যশস্বী জয়সোয়াল। অর্ধশতরানের পরেই সাজঘরে ফিরে গিয়েছিলেন যশস্বী। এর পরে জুটি বাঁধেন রোহিত ও শুভমন। শুক্রবার সকালে দ্বিতীয় দিনের শুরু থেকেই ইংলিশ বোলারদের শাসন করতে থাকেন দুই ব্যাটার। জেমস অ্যান্ডারসন-মার্ক উডদের কোনও জারিজুরি কাজে আসেনি। উল্টে অ্যান্ডারসনকে মাথার উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে শুভমন বুঝিয়ে দেন, বড় ইনিংস খেলার জন্যই নেমেছেন।

ভারতের দুই ব্যাটারকে সাজঘরে ফেরানোর জন্য একাধিক কৌশল নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কিন্তু সব কৌশল ব্যর্থ হয়েছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অর্থা‍ৎ মধ্যাহ্নভোজনের বিরতি পর্যন্ত ১২৯ রান যোগ করেছেন ভারতের দুই ব্যাটার। কার্যত একদিনের ম্যাচের মেজাজেই ব্যাট করছেন দুজনে। ওপেন করতে নামা ভারত অধিনায়ক রোহিত শর্মা ১৬০ বলে ১০২ রান করে অপরাজিত রয়েছেন। শুভমন তিন নম্বরে নেমে ১৪২ বলে ১০১ রান করেছেন। দ্বিতীয় ইনিংসের শুরুতে দ্রুত উইকেট তুলে না নিতে পারলে চলতি টেস্টেও ইংল্যান্ডকে লজ্জাজনক পরাজয়ের মুখ দেখতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tags :
India vs England 5th TestRohit sharmaShubman Gill
Next Article