OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কে এল রাহুলের শতরান, ২৪৫ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

02:54 PM Dec 27, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, সেঞ্চুরিয়ন: একা কুম্ভ হয়ে লড়াই চালিয়েছিলেন প্রথম দিন। দ্বিতীয় দিন সেই লড়াইয়ের ফসল ঘরে তুলে শতরান করলেন লোকেশ রাহুল। আর তাঁর অনবদ্য, লড়াকু শতরানের সুবাদেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ২৪৫ রান তুলল টিম ইন্ডিয়া।

সেঙ্ছুরিয়নে প্রথম দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ করে দিতে হয়েছিল। তখন ভারতের স্কোর ছিল আট উইকেটে ২০৮ রান। ৭০ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। তাঁর সঙ্গী ছিলেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় দিনের শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার। ক্রিজের একপ্রান্ত আগলে রেখেছিলেন সিরাজ। অন্য প্রান্তে প্রোটিয় বোলারদের বিষাক্ত আক্রমণ সামলে রান মেশিন সচল রেখে চলছিলেন রাহুল। ৮৯ রান থেকে ছক্কা মেরে ৯৫ রানে পৌঁছন। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি সিরাজ। গেরাল্ড কোয়ে‍ৎজির বলে ব্যক্তিগত ৫ রানে সাজঘরের পথ ধরেন তিনি। ভেঙে যায় নবম উইকেটে ৪৭ রানের জুটি।

সিরাজ ফিরে যাওয়ার পরেই জল্পনা শুরু হয় রাহুলের শতরান হবে কিনা? কেননা ক্রিজে তাঁর সঙ্গী ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা। যার ব্যাটে খুব একটা রান আসে না।  সব জল্পনার অবসান ঘটিয়ে ছক্কা হাঁকিয়ে শতরান করেন রাহুল। টেস্টে এটি তাঁর অষ্টম শতরান। ১৪টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি। পরের ওভারে নান্দ্রে বার্গারের বলে বড় শট হাঁকাতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভারতীয় দলের উইকেট রক্ষক। আর রাহুলের আউটের সঙ্গে সঙ্গেই ২৪৫ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। আগের দিন বোলিংয়ে আগুন ঝরালেও এদিন তেমন সুবিধা করতে পারেননি কাসিগো রাবাডা।

Tags :
India vs South Africa 1st TestK l rahul
Next Article