OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

বৃহস্পতিবার সুপার এইটে আফগানদের বিরুদ্ধে নামছে রোহিতরা

12:42 PM Jun 20, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার টি ২০ বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। এদিন ফজলহক, রশিদ খানদের সামলাতে রোহিত শর্মারা কী রণকৌশল নেয়, এখন সেটাই দেখার। এখনও পর্যন্ত ভারত সব ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে খেলেছে। এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের পিচে খেলতে নামবে রোহিতরা। সেক্ষেত্রে পিচ বোঝাটাও ভারতীয় ক্রিকেটারদের কাছে চ্যালেঞ্জের বিষয়।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারত তিনটিতেই জয়লাভ করেছে ঠিকই। কিন্তু ব্যাটসম্যানদের কাউকেই দুর্ধর্ষ ফর্মে দেখা যায়নি। ব্যাটসম্যানদের মধ্যে সূর্যকুমার যাদবের পারফরমেন্স অন্যান্যদের থেকে কিছুটা হলেও ভালো। অন্যদিকে বোলিং বিভাগে জসপ্রীত বুমরা ছাড়া আর কেউই দুর্ধর্ষ ফর্মে নেই। এদিন প্রেক্ষাপটে ভারতীয় দলকে আফগানিস্তানের তিন জন ক্রিকেটারকে সামলাতে হবে যারা দুর্ধর্ষ ফর্মে রয়েছে। ফর্মে থাকা আফগান এই তিন জন ক্রিকেটার হলেন ফজলহক ফারুকি, অধিনায়ক রশিদ খান ও রহমানুল্লা গুরবাজ। চলতি বিশ্বকাপে ১২টি উইকেট নিয়েছেন ফজলহক। এদিন ম্যাচেও এই বাঁহাতি বোলার যে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। জানা যাচ্ছে, এদিন বিরাট কোহলিকে ওপেনিংয়ে নাও নামানো হতে পারে। সেক্ষেত্রে ঋষভ পন্থকে দিয়ে ওপেন করানো হতে পারে।

পাশাপাশি ভারতের মাথাব্যাথার কারণ অধিনায়ক রশিদ খান। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করতে দেখা গিয়েছে রশিদকে। আফগান অধিনায়কের স্পিন ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে রহমানুল্লা গুরবাজও ভারতীয় বোলারদের কাছে আরেক চিন্তার কারণ। গুরবাজকে গত আইপিএলে নাইট রাইডার্স শেষের দিকে ব্যবহার করেছিল। সেখানে দুর্ধর্ষ ফর্মে দেখা গিয়েছিল তাঁকে। আইপিএলে যেহেতু ভারতীয় বোলারদের সামলেছেন গুরবাজ, সেই অভিজ্ঞতা তাঁর বিশ্বকাপেও কাজে লাগবে। সব দিক থেকে বিচার বিবেচনা করলে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা যে খুব একটা সহজ হবে না, সেকথা বলাই যায়।

Tags :
AfganistancricketindiaRohit sharmaT-20T-20 Cricket
Next Article