OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

দীর্ঘক্ষণ রোদে রেখে ১ মাসের সন্তানকে হত্যা, ৮ বছর জেল রাশিয়ান ইনফ্লুয়েন্সারের

কিন্তু ওকসানা তাঁর প্রেমিকের কথা শুনতেন না। গোপনে শিশুকে বুকের দুধ খাওয়াতেন। এরপর প্রভাবশালী তাঁর শিশুর উপর দৈবিক শক্তি পরীক্ষা করার জন্যে সূর্যের আলো খাওয়াতে শুরু করে
11:49 AM Apr 17, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! রোদ খাওয়ার নামে নিজের ১ মাসের সন্তানকে হত্যা করল বাবা। প্রত্যেক মানুষই চান তাঁদের সন্তান মানুষের মতো মানুষ হোক, বিশেষ প্রতিভার অধিকারী হোক। কিন্ত তা বলে সন্তান কে ভগবানের মতো ক্ষমতাশালী করার জন্যে ঘন্টার পর ঘন্টা রেখে দেবে। এরকম অমানবিক উদাহরণের দর্শন পেয়েছেন কখনও? সূর্যের রোদে বড়দেরই বেশিক্ষণ থাকলে মৃত্যু হতে পারে। সেখানে তো মাত্র ১ মাসের দুধের শিশু? ব্যাপারটা কি? সম্প্রতি আদালতে ছেলেকে হত্যার কথা শিকার করে ৮ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত হয়েছেন অভিযুক্ত রাশিয়ান ইনফ্লুয়েন্সার। চলুন ঘটনাটি খোলাসা করা যাক! অভিযুক্ত প্রভাবশালী ম্যাক্সিম লিউতি, তাঁর ১ মাসের সন্তানকে অতিমানবীয় অর্থাৎ ঈশ্বরের মতো ক্ষমতাবান বানানোর জন্যে সূর্যের আলোতে দীর্ঘক্ষণ রেখে দিয়েছিল।

তিনি ছেলেকে অতিমানবীয় বানাতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে, শিশুটি অপুষ্টি এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মারা যায়। এই বিষয়টি অভিযুক্ত নিজেই শিকার করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, তাঁর ছেলে কসমসকে বাড়িতে3 জন্ম দিয়েছিল কসমসের মা ওকসানা। পরবর্তীকালে, লিউটিই কঠোরভাবে ডায়েট শুরু করেন, নিজের আধ্যাত্মিক শক্তি বাড়ানোর জন্য। তাই তিনি তাঁর স্ত্রীকে জোর করত, যাতে তাঁর বাচ্চা না খায়। সূর্যের আলো খাইয়ে তাঁকে বড় করতে চেয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু ওকসানা তাঁর প্রেমিকের কথা শুনতেন না। গোপনে শিশুকে বুকের দুধ খাওয়াতেন। এরপর প্রভাবশালী তাঁর শিশুর উপর দৈবিক শক্তি পরীক্ষা করার জন্যে সূর্যের আলোতে রাখতে শুরু করে। এবং ছেলেকে অতি শক্তিশালী বানানোর জন্যে তাঁকে অধিক ঠান্ডা জলে স্নান করাতে শুরু করে। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছিল লিউতির পরিবারের লোকজনও। কিন্তু তাঁর দাপটে কিছু করতে পারতেন না কেউ। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে বাঁচাতে পারলেন লিউতি ওসকানা।

সূর্যের প্রখর রোদে তপ্ত হয়ে মারা যায় তাঁর ছেলে। দিনের পর দিন না খেতে পেয়ে কসমস এতটাই অপুষ্টিতে ভুগছিল। যে গত বছরের ৮ মার্চ হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যায়। চিকিত্সকরা 3.5 পাউন্ডের শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরেই লিউতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে নিজের দোষ শিকার করার পর তাঁকে ৮ বছরের সশ্রম কারাদন্ড এবং ৯০০ পাউন্ড জরিমানা দেওয়া হয়েছে।

Tags :
russian influencer
Next Article