OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পাকিস্তানের প্রধান নির্বাচক পদে ইস্তফা ইনজামাম উল হকের

07:40 PM Oct 30, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ:  চলতি বিশ্বকাপে এক্কেবারে শোচনীয় দশা পাকিস্তানের। একের পর এক ম্যাচ হেরে শেষ চারে যাওয়া অনিশ্চিত করে ফেলেছেন বাবর আজমরা। আগামিকাল মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে অস্তিত্ব রক্ষার ম্যাচে নামছে প্রাক্তন চ্যাম্পিয়নরা। আর তার কয়েক ঘন্টা আগেই সোমবার আচমকা পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের (পুরুষ) প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইনজামাম-উল-হক। যদিও এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

গতকাল রবিবারই পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচন ইনজামাম উল হকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসে। একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়,      ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি ক্রিকেট সংক্রান্ত সংস্থার অংশীদার ইনজামাম। সংস্থার মূল মালিক তালহা রেহমানি। যিনি আবার পাক ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ জাতীয় দলের একাধিক ক্রিকেটারের  এজেন্ট। ফলে বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে বড়সড় কেলেঙ্কারি হয়ে থাকলেও হতে পারে।

ইনজামামের বিরুদ্ধে ওই খবর প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাকা আশরফ জানান এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে জানান,  ‘ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের সংস্থাটির সঙ্গে ইনজামামের যোগ নিয়ে তদন্ত করা হবে। এদিনই পিসিবির দফতরে তলব করা হয় জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচককে। পিসিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন ইনজামাম। তার পরেই প্রধান নির্বাচকের পদে ইস্তফা দেন। পাক বোর্ডের তরফে জানানো হয়েছে, বিশ্বকাপের দল নির্বাচনে রেহমানির কোনও হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। তবে পিসিবির তথ্যানুসন্ধান কমিটিকে গুরুত্বই দিচ্ছেন না ইনজামাম। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক এদিন এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধিকে বলেন, ‘আমার সঙ্গে খেলোয়াড়দের এজেন্ট সংস্থার কোনও যোগাযোগ নেই। মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। পাক বোর্ডের তদন্তকে স্বাগত জানাচ্ছি। যারা অভিযোগ তুলেছে, তাদের উদ্দেশে একটাই কথা বলব, প্রমাণ থাকলে প্রকাশ্যে আনুন।’

Tags :
chief selector of the Pakistan men’s cricket teamInzamamul HaqInzamamul Haq steps downPakistan Cricket Board
Next Article