For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাল দিল্লি

07:22 PM Mar 28, 2024 IST | Sundeep
টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠাল দিল্লি
Advertisement

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: গোলাপি শহরে আজ বৃহস্পতিবার আইপিএলের যুদ্ধে মুখোমুখি দুই পড়শি রাজ্যের দল রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। টসে জিতে ইতিমধ্যে রাজস্থানকে ব্যাট করতে পাঠিয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। যুযুধান দুই দল ভিন্ন লক্ষ্য নিয়েই মাঠে নামছে। সঞ্জু স্যামসনদের লক্ষ্য বড় ব্যবধানে জিতে চেন্নাই সুপার কিংসকে টপকে শীর্ষ স্থান দখল। আর ঋষভ পন্থদের লক্ষ্য হচ্ছে আইপিএলে প্রথম জয় পাওয়া।

Advertisement

চলতি আইপিএলের আসরে প্রথম ম্যাচেই বড় সড় জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। লখনউ সুপার জায়ান্টসকে ২০ রানে হারিয়ে দিয়েছিল। ওই ম্যাচে ৫২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তাছাড়া রায়ান পরাগও ২৯ বলে ৪৩ রান করেছিলেন। ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা ও যজুবেন্দ্র চাহালরা নিয়ন্ত্রিত বল করেছিলেন। উল্টোদিকে প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের কাছে চার উইকেটে হার শিকার করতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু দীর্ঘদিন বাদে মাঠে নেমে প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেননি। মাত্র ১৮ রান করে সাজঘরে ফিরেছিলেন। ফলে সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

Advertisement

দিল্লি দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শাই হোপদের মতো ব্যাটার। যারা যে কোনও দিন ম্যাচের রং পাল্টে দিতে পারেন। কুলদীপ যাদব, অক্ষর পটেলের মতো ভারতীয় দলে খেলা দুই স্পিনার রয়েছেন। বল হাতে যে কোনও মুহুর্তে ভেল্কি দেখাতে পারেন। ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে রাজস্থান রয়্যালসও বেশ শক্তিশালী।

Advertisement
Tags :
Advertisement