For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইকে ৬ রানে হারিয়ে দিল গুজরাত

11:20 PM Mar 24, 2024 IST | Sundeep
রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইকে ৬ রানে হারিয়ে দিল গুজরাত
Advertisement

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ঘরের মাঠে অল্প রানের পুঁজি নিয়ে দুরন্ত লড়ে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল গুজরাত টাইটানস। তবে রবিবার রাতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী থাকল মোতেরা স্টেডিয়ামের দর্শকরা। শেষ ওভারে জয়ের জন্য পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের প্রয়োজন ছিল ১৯ রানের। কিন্তু উমেশ যাদবের বুদ্ধিমান বোলিংয়ের ফলে ৭ রান দূরেই থামতে হল। অধিনায়ক হিসাবে চূড়ান্ত ব্যর্থ হলেন দলবদলু হার্দিক পাণ্ড্য। ব্যাট হাতে তাঁর অবদান মাত্র ১১ রান।

Advertisement

টসে জিতে এদিন গুজরাতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। শুরু থেকেই মেরে খেলতে শুরু করেন গুজরাতের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল। চতুর্থ ওভারে ঋদ্ধিকে (১৫) ফিরিয়ে প্রথমে ধাক্কা দেন যশপ্রীত বুমরা। এর পরে গিল ও সাই সুদর্শন দলকে টানতে থাকেন।২২ বলে ৩১ রান করে ফেরেন গুজরাত অধিনায়ক। আজমাতুল্লাহ ওমরজাইয়ের অবদান মাত্র ১৭ রান। ১৭তম ওভারে ফের গুজরাত শিবিরে জোড়া আঘাত হানেন বুমরা। প্রথম বলে ফিরিয়ে দেন ডেভিড মিলারকে (১২)। এক বল বাদে সাজঘরের পথ দেখান দুরন্ত খেলতে থাকা সাই সুদর্শনকে (৪৫)। ওই ধাক্কা আর সামাল দিতে পারেনি গুজরাত। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে্ ১৬৮ রান তুলতে সক্ষম হয় শুভমন গিলের দল।

Advertisement

মুম্বইয়ের মতো তারকা খচিত দলের পক্ষে ওই রান পেরিয়ে যাওয়া কোনও ব্যাপারই নয় বলে মনে করছিলেন অনেকে। কিন্তু অল্প রানের পুঁজি নিয়ে দুরন্ত লড়াই চালালেন গুজরাতের বোলাররা। প্রথম ওভারের চতুর্থ বলে ঈশান কিশনকে শূন্য রানে ফিরিয়ে জোর আঘাত হানেন ওমরজাই। এর পরেই পাল্টা আক্রমণের পথে হাঁটেন রোহিত শর্মা ও নমন ধীর। তৃতীয় ওভারে এসে ধীরকে (২০) ফেরান ওমরজাই। তার পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে দেখেশুনে খেলতে থাকেন রোহিত ও ডেওয়াল্ড ব্রেভিস। এক সময়ে মনে হচ্ছিল দুজনেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেবেন। ১৩তম ওভারে বল করতে এসে রোহিতকে (২৯ বলে ৪৩) গুজরাতকে ব্রেক থ্রু এনে দেন সাই কিশোর। আর ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ১৬তম ওভারে ব্রেভিসকে (৪৬) ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ মুম্বইয়ের হাত থেকে কেড়ে নেন মোহিত শর্মা। এর পরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বইয়ের ব্যাটিং। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে সফল হয় হার্দিকের দল।

Advertisement
Tags :
Advertisement