OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কলকাতার জয় রথ থামল, ৭ উইকেটে জয়ী চেন্নাই

11:05 PM Apr 08, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: প্রথমার্ধে ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছিলেন ব্যাটাররা। দ্বিতীয়ার্ধে বল হাতে জ্বলে উঠতে পারলেন না বোলাররা। নিট ফল-চেন্নাইয়ের মাটিতে মহেন্দ্র সিং ধোনিদের কাছে লজ্জাজনক হার বরণ করতে হল শ্রেয়স আইয়ারদের। টানা তিন ম্যাচ হারের পরে জয় রথ থামল কলকাতা নাইট রাইডার্সের। ১৪ বল বাকি থাকতে হাতে সাত উইকেট নিয়ে হেসেখেলে জিতে গেলেন রুতুরাজ গায়কোয়াড়রা। টানা দুই ম্যাচ হেরে খানিকটা চাপে পড়ে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা। সোমবার রাতে ফের জয়ের সরণিতে ফিরল।

এদিন চিপক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রবীন্দ্র জাদেজা আর তুষার দেশপাণ্ডের দুরন্ত বোলিংয়ের মুখে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছিল নাইটরা। ওই সামান্য পুঁজি নিয়ে চেন্নাইকে হারাতে দরকার ছিল বল হাতে জ্বলে ওঠা। কিন্তু আইপিএলের সবচেয়ে দামী বোলার মিচেল স্টার্ক কিংবা সুনীল নারাইনরা প্রয়োজনের দিনে হতাশ করেছেন। জয়ের জন্য ১৩৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন চেন্নাইয়ের দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও অধিনায়ক রুতুরাজ গায়কোযাড়। চতুর্থ ওভারে রবীন্দ্রকে (১৫) ফিরিয়ে দেন বৈভব অরোরা। যদিও তাতে চেন্নাইকে খুব একটা অসুবিধায় ফেলা যায়নি। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে কলকাতার বোলারদের শাসন করতে থাকেন রুতুরাজ ও ড্যারিল মিচেল। বরুণ চক্রবর্তী ছাড়া আর কোনও বোলারের বলে খুব একটা অস্বস্তিতে পড়তে হয়নি তাদের। ৪৫ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন চেন্নাই অধিনায়ক।

১৩তম ওভারে বল করতে এসে ড্যারিল মিচেলকে ফিরিয়ে ৭০ রানের জুটি ভাঙেন সুনীল নারাইন। ১৯ বলে একটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৫ রান করেন মিচেল। এর পরে তৃতীয় উইকেটে শিভম দুবে এবং রুতুরাজ দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। ১৭তম ওভারে বৈভব অরোরার শিকার হয়ে সাজঘরে ফেরেন দুবে। তিনটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১৮ বলে ২৮ রান করেন। ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে চেন্নাই। শেষপর্যন্ত ১৭.৪ ওভারে জয় তুলে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। চেন্নাইয়ের দলনেতা রুতুরাজ গায়কোয়াড় ৫৮ বলে ৬৭ এবং মহেন্দ্র সিং ধোনি ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন। কলকাতার পক্ষে বৈভব ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।

Tags :
CSK Beat KKRCSK VS KKRIPL 2024Ravindra JadejaRUTURAJ GAIKWAD
Next Article