OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মাহি ধামাকা, লখনউকে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য দিল চেন্নাই

09:16 PM Apr 19, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, লখনউ: শেষের দিকে নেমে মহেন্দ্র সিং ধোনির ধুন্ধুমার ব্যাটিংয়ের দৌলতেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে লড়াইয়ের মতো ইনিংস দাঁড় করাল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে গত বারের চ্যাম্পিয়নরা। লখনউয়ের পক্ষে ক্রুণাল পাণ্ড্য ৩ ওভার বল করে ১৬ রানে ২ উইকেট নিয়েছেন।  

শুক্রবার লখনউয়ের একানা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ওভারেই শূন্য রানে রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে দেন মহসিন খান। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে খানিকটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান প্রথমবার ওপেন করতে নামা অজিঙ্কা রাহানে ও রুতুরাজ গায়কোয়াড়। পঞ্চম ওভারে বল করতে এসে রুতুরাজকে (১৩ বলে ১৭) সাজঘরের পথ ধরান যশ ঠাকুর। তৃতীয় উইকেটে রাহানের সঙ্গে জুটি বেঁধে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রবীন্দ্র জাদেজা। দুজনে ৩৫ রানের পার্টনারশিপ গড়েন। নবম ওভারে বল করতে এসে রাহানেকে (২৪ বলে ৩৬) ফিরিয়ে জুটি ভাঙেন ক্রুণাল পাণ্ড্য। খানিক বাদে শিভম দুবেকে (৩) ফিরিয়ে চেন্নাইকে জোর ধাক্কা দেন মার্কাস স্টোইনিস। পরের ওভারে সমীর রিজভিকে (১) ফেরান ক্রুণাল পাণ্ড্য। ৯০ রানে পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে চেন্নাই।

একের পর এক সতীর্থ সাজঘরে ফিরে যাওয়ায় একা ঢাল হয়ে লড়াই করতে থাকেন রবীন্দ্র জাদেজা। ৩৪ বলে চলতি আইপিএলে প্রথম অর্ধশতরান পূর্ণ করেন। তাঁকে খানিকটা সঙ্গত করেন সাত নম্বরে নামা মঈন আলী। দুজনে জুটি বেঁধে ষষ্ঠ উইকেটে ৫১ রান যোগ করেন। অষ্টাদশ ওভারে রবি বিষ্ণোইয়ের বলে পর পর তিন ছক্কা হাঁকান ইংলিশ ব্যাটার। পরের বলেই আয়ুশ বাদোনির হাতে ক্যাচ তুলে ব্যক্তিগত ৩০ রানে ফিরে যান মঈন। আট নম্বরে ব্যাট করতে নেমে ধ্বংসাত্মক মেজাজে খেলতে শুরু করেন মহেন্দ্র সিং ধোনি। ৯ বলে তিনটি চার ও দুই ছক্কার সাহায্যে ২৮ রান করেন তিনি। তাঁর ওই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদেই ১৭৬ রানে পৌঁছে যায় চেন্নাই। রবীন্দ্র জাদেজা ৪০ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন।

Tags :
IPL 2024KRUNAL PANDYALucknow Super Giants vs Chennai Super KingsMAHENDRA SINGH DHONIRavindra Jadeja
Next Article