For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

আচমকাই পদত্যাগ করলেন আইরিশ প্রধানমন্ত্রী

09:28 AM Mar 21, 2024 IST | Srijita Mallick
আচমকাই পদত্যাগ করলেন আইরিশ প্রধানমন্ত্রী
Courtesy: Google
Advertisement

আন্তর্জাতিক ডেস্কঃ আচমকাই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার। আগামী মাসে আয়ারল্যান্ডে হবে প্রধানমন্ত্রী নির্বাচন। ততদিন প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন ভারাদকার। তবে প্রধানমন্ত্রী   'ব্যক্তিগত ও রাজনৈতিক' কারণে আচমকাই  পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ।

Advertisement

ফাইন গেইল দলের নেতা নির্বাচিত হওয়ার পর ভারাদকর  হন প্রথম প্রধানমন্ত্রী। ২০১৭ সাল থেকে তিনি প্রধানমন্ত্রী পদে বহাল রয়েছেন।  ভারাদকর হলেন আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং সমকামী প্রধানমন্ত্রী। পদত্যাগ করার পর ভারাদকর বলেন,’আমি ফাইন গেলের সভাপতিত্ব ও নেতৃত্ব থেকে পদত্যাগ করছি।  আমার উত্তরসূরি নির্ধারণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি প্রধানমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করব।‘

Advertisement

প্রধানমন্ত্রী জানান, যে তার পদত্যাগের সিদ্ধান্ত অনেকের কাছে বিস্ময় ও কারো কারো জন্য হতাশার হবে। তবে সিদ্ধান্তটি দেশের সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে। অন্যদিকে আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন, ভারাদকারের এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে আখ্যায়িত করেছেন। মাত্র ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন লিও ভারাদকার। প্রথমবার ২০১৭ সালের জুন থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। এরপর আবার ২০২২ সালের ডিসেম্বর থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করে এসেছেন। তবে কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী সেই দিকেই তাকিয়ে রয়েছে আয়ারল্যানন্ডবাসী।

Advertisement
Tags :
Advertisement