For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বিজেপিতে যোগ দেওয়ার গুজব ওড়ালেন প্রকাশ রাজ

শুধু তাই নয়, মাঝে মধ্যেই বিজেপির কর্মকাণ্ডে আওয়াজ তোলেন তিনি। এবার নাকি সেই বিজেপিতেই যদি দিতে চলেছেন প্রকাশ রাজ। তাও আবার আজই।
04:38 PM Apr 04, 2024 IST | Sushmitaa
বিজেপিতে যোগ দেওয়ার গুজব ওড়ালেন প্রকাশ রাজ
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে লোকসভা নির্বাচন নিয়ে সরগরম রাজনীতি।আসন্ন লোকসভা নির্বাচনে দেশের রাজনীতি দলগুলির প্রধান অস্ত্র তারকামহল। গ্ল্যামারের সঙ্গে রাজনৈতিক দলগুলির সম্পর্ক দীর্ঘদিনের। অভিনয়ের পাশাপাশি রাজনীতি কেরিয়ারকে মজবুত করতে ইতিমধ্যেই রাজনীতিতে যোগ দিয়েছেন বলিউড, টলিউড, ভোজপুরি, উড়িষ্যা, দক্ষিণী ইন্ডাস্ট্রির বহু তারকা। বর্তমানে গোটা দেশবাসীর পাখির চোখ লোকসভা নির্বাচন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, সাত দফায় চলবে ভোট। ভোটের ফলাফল ৪ জুন। তবে ভোট আসলেই যেকোনও রাজনীতি মহলে দল বদলুর বিষয়টাও ট্রেন্ডিং।

Advertisement

হ্যাঁ, দীর্ঘদিন ধরে যে দলকে গুরুজন মানলেন, ঠিক ভোট আসার পূর্বে নিজের দলের প্রতি ভরসা হারিয়ে অন্য দলে ঘাপটি মারা, এই বিষয়টিও নতুন নয়। লোকসভা নির্বাচনের আগেই রাজনীতিক দলগুলিতে বহু অদল বদল চলছে। হ্যাঁ, এবার এই দলবদলু নেতাদের তালিকায় নাম লেখাতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা তথা কংগ্রেস নেতা প্রকাশ রাজ। দিন কয়েক আগেই নিজের জন্মদিনে লাদাখে আমরণ অনশনে বসা সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলে এসেছেন তিনি। শুধু তাই নয়, মাঝে মধ্যেই বিজেপির কর্মকাণ্ডে আওয়াজ তোলেন তিনি। এবার নাকি সেই বিজেপিতেই যদি দিতে চলেছেন প্রকাশ রাজ। তাও আবার আজই।

Advertisement

হ্যাঁ, সম্প্রতি প্রকাশ রাজের একটি টুইট ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। বৃহস্পতিবার, অভিনেতা একটি টুইটের প্রতিক্রিয়া হিসেবে নিজেই জানিয়েছেন যে, তিনি 'আজ বিকেলেই বিজেপিতে যোগ দেবেন'। তবে তাঁর টুইটটি দুপুর ২.৫৬ মিনিটে প্রকাশিত হয়েছিল। টুইটটি পুরোটাই ভুয়ো। অভিনেতা সর্বদা ক্ষমতাসীন সরকারের সমালোচক। এদিন তিনি ভুয়ো টুইটের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, "আমার মনে হয় বিরোধী দল নিশ্চয়ই বুঝতে পেরেছে যে, তারা আমাকে কেনার মতো যথেষ্ট ধনী নয়! আপনি কী মনে করেন বন্ধুরা, শুধু জিজ্ঞাসা করছি।" তার টুইটের প্রতিক্রিয়ায় একজন ব্যক্তি বলেছেন, "মিথ্যা নং ০১: তারা চেষ্টা করেছে। মিথ্যা নং ০২: তারা যথেষ্ট ধনী নয়। মিথ্যা নং ০৩: তারা আমাকে কিনতে পারবে না।" আরেকজন টুইট করেছেন, "মতাদর্শের কোনও দাম নেই।"

জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা তেলেগু, কন্নড়, তামিল এবং হিন্দি চলচ্চিত্র যেমন কাঞ্চিভরম, সিংহম এবং ওয়ান্টেড-এ তার কাজের জন্য পরিচিত। তিনি ২০১৯ সালের সাধারণ নির্বাচনে ব্যর্থ হয়ে বেঙ্গালুরু সেন্ট্রাল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে, প্রকাশ বলেছিলেন যে 'তিনটি রাজনৈতিক দল' ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী হতে চেয়েছিল। তার আদর্শের জন্য নয়, কারণ তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচক। কিন্তু তিনি ফাঁদে পড়তে চান না।প্রকাশ রাজকে শীঘ্রই দেবরা ও পুষ্পা 2: দ্য রুল- এ দেখা যাবে।প্রকাশ রাজ তেলেগু, কন্নড়, তামিল এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন।

Advertisement
Tags :
Advertisement