For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ইসরোর নয়া সাফল্য, সফলভাবে  অবতরণ মহাকাশযান ‘পুষ্পক’-এর

10:44 AM Jun 23, 2024 IST | Srijita Mallick
ইসরোর নয়া সাফল্য  সফলভাবে  অবতরণ মহাকাশযান ‘পুষ্পক’ এর
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ নয়া সাফল্য লাভ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। রবিবার সকালে ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার থেকে  তৃতীয়বারের মতো সফল অবতরণ করল 'পুষ্পক' । আরএলভি লেক্স-০৩ নামে পরিচিত এই মিশনটি পরিচালনার দায়িত্বে ছিল  কর্ণাটকের চিত্রদুর্গের অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জে (এটিআর)।  

Advertisement

 ইসরোর তরফে জানান হয়েছে,  ‘অফ নমিনাল’ অবস্থান থেকে মহাকাশযানটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর সেটি স্বায়ত্তশাসিতভাবে রানওয়ের নির্দিষ্ট জায়গায় অবতরণ করে। পুষ্পককে ছাড়া হয়েছিল রানওয়ে থেকে ৪ কিমি দূরে।  ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন,’ নিরাপদ অবতারণের মাধ্যমে হ্যাটট্রিক অর্জন করেছে মহাকাশযান 'পুষ্পক’। এটি কক্ষপথ থেকে আবারও ফিরে আসবে পৃথিবীতে।‘   বলা বাহুল্য, ইসরোর এই মহাকাশ যানটি পুনঃব্যবহারযোগ্য। একথায় এটি  একবার এটি মহাকশে পাঠিয়ে ফের পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে।এবং ব্যবহার করা যাবে। এতে মহাকাশ অভিযানের খরচও কমবে এবং মহাকাশ বর্জ্যের পরিমাণও কমবে।

Advertisement

উল্লেখ্য, প্রায় ১০ বছর আগে ইসরোর ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের একটি দল এই মহাকাশযানটি তৈরির কাজ শুরু করেছিল। ৬.৫ মিটার দীর্ঘ মহাকাশযানটির ওজন প্রায় ১.৭৫ টন।  ২০১৬ সালে পুষ্পক প্রথমবারের মতো উড়েছিল। এরপর ২০২৩ সালে পুষ্পকের দ্বিতীয় পরীক্ষাও সফল হয়েছিল।

Advertisement
Tags :
Advertisement