OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

শুভেন্দুর জেলার সভাধিপতি উত্তম বারিককে IT Notice

পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে IT Notice পাঠানো হয়েছে।
12:04 PM Dec 31, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Facebook and Google

নিজস্ব প্রতিনিধি: বাংলার শাসক দলের নেতাদের ওপর কেন্দ্রীয় এজেন্সির হানাদারি অব্যাহত থাকছে নতুন বছরেও। তারই ইঙ্গিত মিলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) জেলা পূর্ব মেদিনীপুরের(Purba Midnapur) বুকে। সেখানে জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের(Patashpur) তৃণমূল বিধায়ক(TMC MLA) উত্তম বারিককে(Uttam Barik) IT Notice পাঠানো হয়েছে। আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে আয়কর ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে। যদিও উত্তম জানিয়েছেন, এখনও কোনও নোটিস তাঁর হাতে আসেনি। সূত্রে জানা গিয়েছে, ! বেশ কয়েক কোটি টাকা গরমিলের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে৷ তাঁর ২টি সংস্থার ক্ষেত্রে ১ কোটি টাকার কিছু লেনদেনের ক্ষেত্রে আয়কর জমা না পড়ার অভিযোগ উঠেছে৷ আয়কর রিটার্ন জমার ক্ষেত্রেও কিছু গরমিল পেয়েছে আয়কর দফতর। তাই তলব করা হয়েছে তাঁকে। তবে জানিয়ে দেওয়া হয়েছে, প্রয়োজনীয় নথি নিয়ে তিনি নিজে হাজির থাকতে পারেন অথবা তাঁর আইনজীবীও সমস্ত নথি নিয়ে যেতে পারেন।     

সূত্রের খবর, ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত কিছু গোলমাল রয়েছে। তিন বছর বিধায়ক তা জমা দেননি বলেই খবর। বিধায়ক কী ব্যবসা করেন, তাও জানতে চাওয়া হয়েছে। যদিও বিধায়কের দাবি নোটিস পেলে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা চলেছে। শাসকদলের একাধিক নেতার বাড়িতে গত কয়েকদিনে হানা দিয়েছেন আধিকারিকরা। আয়কর সংক্রান্ত বিভিন্ন ত্রুটির অভিযোগেই একের পর এক তল্লাশি চলেছে। এবার শাসকদলের আরও এক নেতাকে আয়কর বিভাগের তলব। এ বিষয়ে উত্তম বারিককে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমাদের সমস্তই দেওয়া রয়েছে৷ তবুও যেহেতু আয়কর চিঠি পাঠিয়েছে, আমাদের যারা হিসেব দেখে, তারা নথিপত্র জমা দেবে৷ আয়কর দফতরের অভিযোগ, একটা ১ কোটি টাকার লেনদেন হয়েছিল, যার আয়কর জমা পড়েনি৷’

Tags :
IT Notice.PatashpurPurba MidnapurSuvendu AdhikariTMC MLAUttam Barik
Next Article