OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

খাওয়ার সময় ফোন বন্ধ রাখলেই বিনামূল্যে এক বোতল মদ উপহার দিচ্ছে এই রেস্তোরাঁ

12:56 PM Apr 22, 2024 IST | Reshmi Khatun
courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর।একটি ইতালীয় রেস্তোরাঁয় দিচ্ছে অফার। বিনামূল্যে পেয়ে যাবেন দামী মদের বোতল।আল কনডোমিনিও, ভেরোনার একটি নতুন প্রতিষ্ঠান খুলেছে। আর সেখানেই দিচ্ছে এই মূল্যবান অফার। ভাবছেন তো এটা তো দারুণ সূযোগ।তবে না এর জন্য একটা শর্ত রাখছেন রেস্তোরাঁটি।আহামরি কিছু শর্ত নয়। আর এই শর্ত জিতে নিতে পারলেই সোনাই সোহাগা। পেয়ে যাবেন বিনামূল্যের মূল্যবান মদের বোতল।

আর এই বিশেষ শর্তটি শুনলে অবাক হবেন আপনিও। তেমন কিছু নয়, আপনার খাবারের সময় আপনার ফোনটি বন্ধ করুন।ব্যাস জিতে নিন বিনামূল্যের এই অফারটি।আর এই বিষয় নিয়ে কোম্পানির মালিক অ্যাঞ্জেলো লেলা জানান যে, ‘ এতে ফোনের নেশা থেকে সরে কিছুক্ষণের জন্য প্রকৃত কথোপকথনে মিশে যাবে। যা কথোপকথনকারী উভয়কেই উৎসাহিত করবে৷ এতে ডিনারে একে অপরের সাথে মানসিক অ্যাটাচ করতে পারবে।’

তিনি আরও বলেন ‘আমরা একটি রেস্তোরাঁ খুলতে চেয়েছিলাম যা অন্যদের থেকে আলাদা  হবে। সুতরাং আমরা এই পদ্ধতিটি বেছে নিয়েছি। এতে একসঙ্গে একটি আনন্দদায়ক মুহূর্ত উপভোগ করতে পারে সকলেই। ফোনের নেশা নিয়ে তিনি একইসাথে বলেন যে, ফোনের নেশা একটি সমস্যা হয়ে উঠছে। প্রতি পাঁচ সেকেন্ডে সেকেন্ডে আপনার ফোনের দিকে তাকানোর দরকার নেই। এটা একটা ড্রাগের মতই নেশা। এটা একটা ভাল সূযোগ,কিছু মূহুর্তের জন্য সকলে ফোনের নেশা থেকে দূরে থেকে ভাল ‘ওয়াইন’ উপভোগ করতে পারবে।’

এই রেস্তোরাঁয় পা দেওয়ার পর ফোনটি কাস্টমারেরা তাঁদের পার্সোনাল লক বক্সে রেখে দেয়। এরপর রেস্তোরাঁটি উৎসাহী অংশগ্রহণকারীদের জন্য তাদের পরের বার বিনামূল্যে খাবার দিয়ে পুরস্কৃত করে। মিডিয়া আউটলেট জানিয়েছে, এই অভিনব উদ্যোগটি নেওয়াই বেশ ভালমত সাড়া মিলেছে গ্রাহকদের মধ্যে, পাশাপাশি এউ উদ্যোগ গ্রাহকদের আকর্ষণীয় করছে। তাতে ব্যবসার উন্মতি ও হচ্ছে।

শুধু তাই নয়, মালিক লেলা বলছেন যে ‘নব্বই শতাংশ গ্রাহক ওয়াইনের বিনিময়ে তাদের ফোন রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এবং তাঁরা এটাকে খুব ভালমত উপভোগ করছে।’

Tags :
italianItalyWine
Next Article