For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানের খাঁচায় বন্দি চিতাবাঘ

03:42 PM Dec 21, 2023 IST | Subrata Roy
জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানের খাঁচায় বন্দি চিতাবাঘ
Advertisement

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: অবশেষে নাগেশ্বরী চা বাগানের শ্রমিকদের আতঙ্কের অবসান ঘটল। বৃহস্পতিবার সকালে খাঁচায় চিতাবাঘটিকে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বৃহস্পতিবার ভোরে ডুয়ার্সের মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের(Nageswari Tea Garden) কর্মীরা চিতাবাঘটিকে একটি খাঁচায় বন্দী অবস্থায় দেখতে পান। এই চিতাবাঘটি(Lepard) গত কয়েকদিন ধরে নাগেশ্বরী চা বাগান সংলগ্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল।

Advertisement

অবশেষে, বৃহস্পতিবার সকালে বাগানের ১২এবং ১৩ সেকশনের মধ্যে একটি খাঁচায় একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘ আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের(Forest Department) কর্মীরা। বনকর্মীরা চিতাবাঘটিকে আবার বনে নিয়ে যান। ওই চা বাগানে(Tea Garden) পর পর চিতা বাঘের আগমনে রীতিমত চিন্তিত সেখানকার সাধারণ মানুষজন।

Advertisement

গত কয়েকদিন ধরে ওই বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল চা বাগানের কর্মীদের মধ্যে। ভয় কেউ বাইরে বেরোচ্ছিলেন না। অবশেষে বনদপ্তর খবর পেয়ে সেখানে এসে বাঘটিতে ধরতে একটি খাঁচা রেখে যায়। সেখানেই ওই বাঘটি বন্দি হয়। জলপাইগুড়ির(Jalpaiguri) বিভিন্ন চা বাগানে বাঘেদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় লোকালয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Advertisement
Tags :
Advertisement