For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

লিস নদীর বাঁধ ভেঙে চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু

02:29 PM Jul 02, 2024 IST | Subrata Roy
লিস নদীর বাঁধ ভেঙে চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন  যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু
Advertisement

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: লিস নদীর বাঁধ ভেঙে চান্দা কলোনির বাড়িঘর জলমগ্ন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু। মাঝ আষাঢ় মাসের প্রবল বর্ষনে জলচ্ছাসের ঘটনা ঘটল মাল ব্লকের(Mal Block) লিস নদীতে।বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চান্দা কলোনির(Chanda Colony) বাড়িঘর জলমগ্ন। বাসিন্দারা জাতীয় সড়কের উপর এসে আশ্রয় নিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় নদীর গতিপথ পরিবর্তন করে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।সোমবার রাতভর কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় প্রবল বর্ষন চলে।সেই বর্ষনের জলধারা লিস,ঘিসসহ বিভিন্ন নদী দিয়ে সমতল অভিমুখে নেমে আসে। সৃষ্টি হয় লিস নদীতে (Lis River)জলস্ফীতি। প্রবল জলস্রোতের ধাক্কায় লিস নদীর জাতীয় সড়ক ও রেললাইনের মাঝে থাকাগাইড বাঁধের প্রায় ২০-২৫ মিটার অংশ ভেঙে মঙ্গলবার সকালে জলস্রোত ঢুকে পড়ে চান্দা কলোনিতে।

Advertisement

বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে। বাসিন্দারা জাতীয় সড়কের উপর উঠে আসে। লিস নদীর জলস্রোত চান্দা কলোনিকে ডুবিয়ে পাশের ছোট ভুলিয়া ঝোড়াতে এসে পড়ে। জাতীয় সরকের নিচে ঝোড়ার ছোট প্রবাহ দিয়ে বইতে শুরু। এতে জাতীয় সড়কের(National High Way) পাশে জল জমে সড়ক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়।পরিস্থিতি বুঝে যুদ্ধ কালীন তৎপরতায় নদীর গতিপথ ঘুরিয়ে মুল স্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়। কয়েকটি পকলিং মেসিন ও জেসিবি(JCB) মেসিনের সাহায্যে চ্যানেল কেটে নদীর গতিপথ ঘুরিয়ে মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। পাশাপাশি বাঁধের ভাঙা অংশে লোহার জাল ও পাথর দিয়ে দ্রুত গতিতে মেরামতের কাজ শুরু হয়েছে।

Advertisement

বাগরাকোট(Bagrakot) অঞ্চল তৃনমুল সভাপতি রাজেশ ছেত্রী(Rajesh Chetri )জানান, নদীর গতিপথ মূলস্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। দরকার হলে আরও জেসিবি নামানো হবে।নদীর গতিপথ ঘুরিয়ে তারপর জাল ও পাথর দিয়ে বাঁধ মেরামতের কাজও শুরু হবে।মঙ্গলবার সকাল থেকে পাহাড় ও সমতল জুড়ে চলছে বৃষ্টি। উদ্বিগ্ন হয়ে পড়েছে নদীর পারের মানুষজন।অন্যদিকে তিস্তা নদীর(Tista River) জলচ্ছাসে আবারও জল মগ্ন হয়ে পড়েছে মাল ব্লকের টটগাও বস্তি। বাসিন্দারা এদিক ওদিক সরে আসতে শুরু করেছে।

Advertisement
Tags :
Advertisement