OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

হাসপাতালে রাজনীতি কেন? শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ রোগীদের

04:39 PM Apr 01, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। শুভেন্দু অধিকারী হাসপাতালে এসেছেন। গেট বন্ধ । তাই পুলিশকে ঘিরে বিক্ষোভ কিছু রোগীর। তাদের বক্তব্য শুভেন্দু অধিকারী রাজনীতি করতে এসেছেন। পাল্টা ক্ষোভ বিজেপি কর্মীদের। ফলে জলপাইগুড়ি হাসপাতালে সকাল থেকে আউটডোর বন্ধ রয়েছে। এর পাশাপাশি স্বাভাবিক চিকিৎসা পরিষেবা এই রাজনীতির দরুণ ব্যাহত হচ্ছে।

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের‌ পর‌ বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আহতদের দেখতে সোমবার সকালে জলপাইগুড়িতে‌ যান বিধানসভার‌ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সোমবার দুপুরে জলপাইগুড়ি মেডিক্যাল‌ কলেজ তীব্র উত্তেজনার পর পরিস্থিতি শান্ত হলে হাসপাতালে এসে আহতদের সঙ্গে কথা বলেন শুভেন্দু। কথা বলেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গেও। বিধ্বংসী এই ঝড়ের পর‌ রবিবার গভীর রাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘটনাস্থলে আসার বিষয় নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গোটা বিষয়টির ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এনডি‌আর‌এফ‌ বাহিনী আহতদের উদ্ধার করে ত্রাণ‌ পৌঁছে দিয়েছেন। তিনটি গ্রামের ৮০০ টিনের‌ বাড়ি ধ্বংস হয়ে গেছে। শুভেন্দুর অভিযোগ সাহায্য কম করা হচ্ছে ফটোসেশন বেশি হচ্ছে। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে ঝড়-বিধ্বস্ত জলপাইগুড়িতে। এদিকে ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি ঈদ মানুষের পাশে দাঁড়াতে রবিবার রাতেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই তিনি নিও তোদের বাড়িতে যান এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন কথা বলেন। সোমবার সকালে সেখান থেকে যান আলিপুরদুয়ার। সেখানেও ঝরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। এদিকে সোমবার সকালে জলপাইগুড়িতে ঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে সাত সকালেই রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভর দুপুরে জলপাইগুড়িতে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার উত্তরবঙ্গের তিনটি জেলায় ক্ষতিগ্রস্ত পরিস্থিতি নিয়ে টেলিফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে খোঁজখবর নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি নির্বাচন কমিশন রবিবারের ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে যে সকল বুথ রয়েছে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে ওই ঠকে বসে। ওই বৈঠকে নির্বাচন কমিশন ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। প্রথম দফার নির্বাচনের আগে সেই বুধ গুলি রাস্তাঘাট উপরে পড়া বিদ্যুতের খুঁটি সবকিছুর অতি দ্রুত যাতে মেরামতি করা হয় তা নিয়ে কমিশন প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে দীর্ঘ আলোচনা করে।

Tags :
Jalpaiguri Hospital TensionJalpaiguri Patients Agitation Against Suvendu Adhikari
Next Article