OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পরা যাবে না জিন্স- টি শার্ট, নয়া নিষেধাজ্ঞা মুম্বই কলেজের

12:37 PM Jul 02, 2024 IST | Srijita Mallick

নিজস্ব প্রতিনিধিঃ ফের পোশাক নিয়ে বিতর্ক। হিজাবের পর এবার জিন্স- টি শার্ট। মুম্বাইয়ের এক কলেজে নিষিদ্ধ হয়েছে জিন্স ও টি শার্ট। জারি হয়েছে নয়া ড্রেস কোর্ড। আর  তা শুরু হয়েছে নয়া বিতর্ক। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের আচার্য ও মারাঠে কলেজে।

গত ২৭ জুন কলেজের তরফে 'ড্রেস কোড অ্যান্ড আদার রুলস' নামে একটি বিজ্ঞপ্তি জারি হয়। আর সেখানে স্পষ্টভাবে লেখা থাকে কলেজের মধ্যে পড়া যাবে না ছেঁড়া জিন্স, খোলামেলা পোশাক এবং  টি শার্ট। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ?  তা নিয়ে কলেজ অধ্যক্ষ জানান, 'আমরা শুধু চাই শিক্ষার্থীরা শালীন পোশাক পরুক। আমরা কোনও ইউনিফর্ম আনিনি। বছরের ৩৬৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের ১২০-১৩০ দিন কলেজে যেতে হয় না। তাই এই ক'দিনের জন্য ড্রেস কোড মেনে চলতে তাদের কী সমস্যা হয়েছে?’

কী লেখা রয়েছে কলেজের বিজ্ঞপ্তিতে? অধ্যক্ষ ডঃ বিদ্যাগৌরী লেলে স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ক্যাম্পাসে থাকাকালীন শিক্ষার্থীদের Formal Dress  পড়তে হবে। তাঁরা হাফ-শার্ট বা ফুল-শার্ট এবং ট্রাউজার্স পরতে পারে। মেয়েরা যে কোনও Indian Dress  পড়তে পারবে। কিন্তু কোন ধর্মীয় পোশাক পরা যাবে না।‘ এইন প্রসঙ্গে গোবান্দি সিটিজেনস অ্যাসোসিয়েশনের আতিক খান বলেন, 'গত বছর এই কলেজ হিজাব নিষিদ্ধ করে। এই বছর তারা জিন্স এবং টি-শার্ট নিষিদ্ধ করেছে। কেন শিক্ষার্থীদের ওপর এসব চাপিয়ে দেওয়া হচ্ছে?’ অন্যদিকে এক ছাত্রী বলেন, 'আমি জিন্স পড়ে কলেজে গেছিলাম। কিন্তু আমাকে গেটের ভিতরে নিরাপত্তারক্ষীরা ঢুকতে দেয়নি।‘  বলা বাহুল্য, সম্প্রতি বম্বে হাইকোর্ট কলেজে হিজাব এবং নিকাবের উপর নিষেধাজ্ঞা বহাল রাখে। এরপরেই উঠে এল জিন্স পরা নিয়ে নয়া বিতর্ক।

Tags :
Jeans bannedMumbai college
Next Article