OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ঝাড়গ্রামে শ্রাদ্ধ বাড়িতে দই খেয়ে অসুস্থ ২০০ জন

10:11 PM Jan 05, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে প্রায় দুশো জন ভর্তি ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি। ঝাড়গ্রামের(Jhargaram) রাজ কলেজ কলোনিতে বৃহস্পতিবার একটি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান ছিল। সেখানেই দই খাওয়ার পরেই সবাই অসুস্থ বোধ করেন ।এরপর একে একে সবাইকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। স্থানীয় বাসিন্দারে জানান, শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়ার পরে দই মিষ্টি দেওয়া হয় ।দই খাওয়ার পরে কোন কিছু হয়নি। বাড়িতে এসে অনেকেই বমি করতে শুরু করে।

অনেকে আবার নিজের দই না খেয়ে সেই দই ভর্তি বাটি এনে দেয় বাড়ির ছোট ছেলেমেয়েদের। তারা তাকেই অসুস্থ হয়ে পড়ে । শুরু হয় বমি ও পেটে ব্যথা। তারপরেই তাদেরকে মেডিকেল কলেজে নিয়ে আসা হয় । বাসিন্দারা আরোই দাবি করে এই শরীর খারাপ এর কারণ ওই দই খাওয়া। যারা খাইনি তাদের কিন্তু কোন কিছু হয়নি। দইয়ে (Dohi)ভেজাল ছিল বলেই এতগুলো মানুষের শরীর খারাপ হল। অনেকেই ওই নিমন্ত্রণ বাড়িতে যেখান থেকে দই এসেছিল সেই দই গবেষণাগারে পরীক্ষা করানোর জন্য দাবি তোলে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে ১০-১২ জন হাসপাতালে ভর্তি রয়েছে। বাকি সকলকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে,ফের হাতির হানায় মৃত্যু হুলা পার্টি সদস্যের।বৃহস্পতিবার রাত্রে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিটের অন্তর্গত চিথলবনি গ্রামে প্রায় ৮ টি হাতির একটি দল খাবারের সন্ধানে তান্ডব চালায়, ঘটনাস্তলে গিয়ে পৌছায় স্থানীয় হুলা পার্টির সদস্যরা, হাতি ড্রাইভ করার সময় হাতির (Elephant)মুখে পড়ে যায় বয়স ২২ এর হুলা পার্টির সদস্য চন্দ্রকান্ত মন্ডল পালাতে না পেরে হাতি তাকে শুড়ে জড়িয়ে আছাড় মারে, এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে। তড়িঘড়ি বনদপ্তরের কর্মী ও ঝাড়গ্রাম থানার পুলিশ হুলাপার্টির সদস্য চন্দ্রকান্ত মন্ডল কে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করে। তবে বারংবার হাতির হানায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া ও ফসলের ক্ষয়ক্ষতি পুরন না পাওয়াই এলাকাবাসী ক্ষোভে ফুঁসছেন ।

Tags :
Jhargram 200 ILLJhargram Posion Dahi
Next Article