OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ঝাড়গ্রাম শহরের রাস্তাগুলি বেহাল, মরণ ফাঁদে পরিণত হয়েছে

04:54 PM Jan 29, 2024 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের রাস্তাগুলি বেহাল। মরণ ফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলে ঝাড়গ্রাম শহরের রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে ।শহরের গুরুত্বপূর্ণ রাস্তা মধুবন মোড় থেকে দুবরাজপুর(Dubrajpur) এই রাস্তায় রয়েছে মেডিকেল ও জেনারেল একাধিক কলেজ। রয়েছে বাস স্ট্যান্ড, একাধিক সরকারি দপ্তর, জেলাশাসক(DM) ও উচ্চপদস্থ আধিকারিকদের আবাসন। তারপরও মেরামতের কোন ব্যবস্থা নেই। রাস্তাগুলি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি তৃণমূল কংগ্রেস পরিচালিত ঝাড়গ্রাম পৌরসভা, এমনটাই আভিযোগ।যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন গাড়ি থেকে সাধারণ মানুষ, বাদ যায়নি স্কুল পড়ুয়ারা। ঝাড়গ্রাম পৌরসভার ১৭ কিলোমিটার রাস্তাপূর্ত দপ্তরের অধীন। বাকি প্রায় ৩০০কিলোমিটার রাস্তা পৌরসভার অধীন রয়েছে। অপরদিকে বিজেপির দাবি বর্ষা(Rainy Seassion) এলেই রাস্তা মেরামতের কথা মনে পড়ে আসলে সমস্ত টাকাই আত্মসাৎ করার চিন্তা পৌরসভার।তাই কবে রাস্তা মেরামত করা হবে সেদিকেই তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। এদিকে,ঝাড়গ্রাম(Jhargram) গোপীবল্লভপুর - ফেঁকো রাস্তার মাঝখানে গোপীবল্লভপুর - ২ ব্লকের কানপুর এলাকায় বালি বোঝাই ড্রাম্পারের(Drumper) ধাক্কায় আশঙ্কাজনক বাইক আরোহী ।ঘটনায় আশঙ্কাজনক বাইকে থাকা তিন আরোহী।

আশঙ্কাজনক বাইক আরোহীদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তড়িঘড়ি আশঙ্কাজনকদের স্থানান্তরিত করেন ঝাড়গ্ৰাম জেলা হাসপাতালে। ঘটনার জেরে বেলিয়াবেড়া থানার গোপীবল্লভপুর(Gopiballavpur) ২ নং ব্লকের কানপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষজন। জানা গিয়েছে, সোমবার দুপুরে কানপুর(Kanpur) এলাকায় বালি বোঝাই ড্রাম্পারের ধাক্কায় তিনজন আরোহী সমেত বাইকটি বালি গাড়ির চাকার তলে পড়ে যায়।ঘটনায় আশঙ্কাজনক বাইকের দুই আরোহী। পুলিশ সুত্রে খবর, আহতরা সকলে উড়িষ্যার বারিপদার এলাকার বাসিন্দা।নাম পরিচয় জানা চেষ্টা করছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলিয়াবেড়া থানার(Beliabera P.S.) পুলিশ। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

Tags :
Jhargram AccidentJhargram Bad Road Condition
Next Article