For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঝাড়গ্রামে প্রচন্ড গরমে নাজেহাল হাতির দল ডুব দিল জলাশয়ের জলে

09:14 PM Apr 15, 2024 IST | Subrata Roy
ঝাড়গ্রামে প্রচন্ড গরমে নাজেহাল হাতির দল ডুব দিল জলাশয়ের জলে
Advertisement

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:প্রচণ্ড গরমে সকলের হাঁসফাঁস অবস্থা। ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল ৪০ডিগ্রি সেলসিয়াসের উপরে। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে গরমে নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। সেই সঙ্গে গরমের জন্য ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গলে থাকা হাতির দল জঙ্গলে থাকতে পারছে না। প্রচণ্ড গরমের ফলে বিভিন্ন জঙ্গলে থাকা হাতির(Elephant) দল পানীয় জলের পাশাপাশি খাদ্য সঙ্কটে পড়েছে। সেই সঙ্গে প্রচণ্ড গরমে হাতির দল জঙ্গলে কাবু হয়ে পড়েছে। তাই তারা জঙ্গলের মধ্য থাকা জলাশয়ের মধ্যে আশ্রয় নিচ্ছে। ঝাড়গ্রাম ব্লকের বন দপ্তরের পুকুরিয়া বীটের বেনীপুরের জঙ্গলের মধ্য থাকা জলাশয়ে হাতির দল আশ্রয় নেয়। ওই জলাশয়(Pond) নেমে গা ডুবিয়ে জল কেলি খেলছে হাতির দল।

Advertisement

জানা গেছে, বনদপ্তরের(Forest Department) কর্মীরা হাতির দল টির উপর নজর দারি শুরু করেছে। দলের মধ্য হস্তি শাবকও আছে। যেকোনো সময় ওই হাতির দলটি স্থানীয় গ্রামগুলিতে খাবারের সন্ধানে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম ব্লকের পাশাপাশি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল, জাম্বনী সহ বিভিন্ন এলাকায় জঙ্গলে থাকা হাতির দল প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যে রয়েছে। যার ফলে হাতির দল জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বলে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়। এদিকে,দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে। বাঁকুড়া, পানাগড়, বারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা সোমবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। উনিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের দিন উত্তরবঙ্গের পাক জেলায় ঝড়-ঝঞ্ঝার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর(Weather Department) ।

Advertisement

সোমবার কি খবর জানান আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত। তিনি বলেন,কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের তুলনায় বেড়ে সোমবার ৩৭.৯ ডিগ্রি হয়। এটা এই সময়ের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৯ ডিগ্রি।আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, অস্বস্তিজনক গরম আপাতত থাকবে। তাপমাত্রা আরও বাড়তে পারে পশ্চিমের জেলাগুলি সহ কোস্টাল জেলাগুলিতেও তাপপ্রবাহ বইবার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের(South Bengal) কোনও কোনও স্থানে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় বজ্রগর্ভ মেঘ থেকে বড় এলাকা জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে।

তবে এ বছর বর্ষার বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশিই হবে। এবার বর্ষার আগমন নির্ধারিত সময়ের কিছুটা আগে হতে পারে বলেও জানিয়েছেন পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। গোটা দেশে বর্ষা বেশি হওয়ার সম্ভাবনা। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে পরিমাণের থেকে কম বর্ষা হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।তবে এখুনি কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনার কথা জানায় নি আলিপুর আবহাওয়া অফিস।

Advertisement
Tags :
Advertisement